TRENDING:

Travel News: সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, স্বাদ নিন দেশি খাবারের

Last Updated:

Travel News: শীতের শুরুতেই বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিচ্ছে সুতানের জঙ্গল। পাতা ঝরার মরশুমে এই জঙ্গল এক অন্য রূপে ধরা দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: শীতের শুরুতেই বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিচ্ছে সুতানের জঙ্গল। পাতা ঝরার মরশুমে এই জঙ্গল এক অন্য রূপে ধরা দেয়—শাল, মহুয়া ও পলাশ গাছের শুকনো পাতায় ঢেকে যায় জঙ্গলের পথঘাট, চারদিকে ছড়িয়ে পড়ে নরম বাদামি ও সোনালি রঙের আবহ। নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শীতের মৃদু রোদ, হালকা কুয়াশা ও নিস্তব্ধ পরিবেশ মিলিয়ে সুতানের জঙ্গল প্রকৃতিপ্রেমী ও শান্তি খুঁজতে আসা পর্যটকদের কাছে হয়ে উঠছে আদর্শ গন্তব্য।
advertisement

সুতানের জঙ্গল বাঁকুড়া জেলার ঝিলিমিলি বনাঞ্চলের অন্তর্গত এলাকা হিসেবে পরিচিত। বাঁকুড়া শহর থেকে সড়কপথে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই জঙ্গলে পৌঁছান যায় সহজেই। বাঁকুড়া রেলস্টেশন বা বাসস্ট্যান্ড থেকে প্রথমে রাইপুর বা রানিবাঁধের দিকে বাস বা চারচাকা গাড়িতে যেতে হয়। সেখান থেকে স্থানীয় যানবাহনে সুতান গ্রাম ও তার লাগোয়া জঙ্গল এলাকায় পৌঁছান সম্ভব। রাস্তার শেষ অংশ কিছুটা কাঁচা হলেও শীতকালে যাতায়াতে বিশেষ অসুবিধা হয় না।

advertisement

আরও পড়ুন-কাঁপবে দুনিয়া…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে, শুক্র-সূর্যের রাজকীয় সংযোগে ‘জ্যাকপট’, ৫ রাশি হবে ‘রাজা’, বিপুল টাকার ফোয়ারা, কেরিয়ারে দ্বিগুণ লাভ

সুতানের জঙ্গলে ঘুরে দেখার মূল আকর্ষণ হল বিস্তীর্ণ শালবন, নির্জন বনপথ ও প্রাকৃতিক পরিবেশ। সকালে বা বিকেলের দিকে জঙ্গলের ভেতর হাঁটলে পাখির ডাক ও পাতার মচমচে শব্দে এক আলাদা অভিজ্ঞতা পাওয়া যায়।

advertisement

View More

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ৪ দিন পর শুক্রের ভয়ঙ্কর চালে কাঁপবে দুনিয়া, ৬ রাশির চরম বিপদ, আর্থিক ক্ষতি, যেতে পারে চাকরি

জঙ্গলের বিভিন্ন অংশ থেকে দেখা যায় দূরের পাহাড় ও টিলার দৃশ্য। শীতের সময় বুনো ফুল, লতাগুল্ম ও শুকনো পাতার সঙ্গে রোদের খেলায় ছবি তোলার আদর্শ পরিবেশ তৈরি হয়। অনেক পর্যটকই এখানে স্বল্প দূরত্বের ট্রেকিং বা প্রকৃতি পর্যবেক্ষণে আসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

থাকার জন্য সুতানের জঙ্গলের একেবারে কাছে বড় হোটেল না থাকলেও আশপাশের ঝিলিমিলি, রাইপুর বা রানিবাঁধ এলাকায় সরকারি পর্যটন আবাস, বনবাংলো ও বেসরকারি লজের ব্যবস্থা রয়েছে। আগেভাগে বুকিং করলে শীতের মরশুমে থাকার সমস্যা হয় না। স্থানীয় আদিবাসী গ্রামগুলিতে কিছু হোমস্টেও চালু হয়েছে, যেখানে গ্রামীণ পরিবেশে থাকা ও দেশি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ মেলে। শীতের শুরুতে পাতা ঝরার এই সময় সুতানের জঙ্গল তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। নিরিবিলি বনভূমি, প্রাকৃতিক নীরবতা ও সহজ যাতায়াতের সুবিধা মিলিয়ে সুতানের জঙ্গল এখন বাঁকুড়া জেলার এক শান্ত, আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel News: সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, স্বাদ নিন দেশি খাবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল