South 24 Parganas News: দূরের হাসপাতালে ছুটে যাওয়ার দিন শেষ, আমূল বদল বারুইপুরের চিকিৎসা ক্ষেত্রে! স্বাস্থ্য ব্যবস্থায় বড় আপগ্রেড
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Parganas News: বারুইপুরে পূর্ব গাববেড়িয়ায় ২ কোটি ৮৪ লক্ষ টাকায় তৈরি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রামনগরে শাঁখরিপুকুর সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায়।
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: বারুইপুর পূর্ব বিধানসভার পূর্ব গাববেড়িয়ায় ২ কোটি ৮৪ লক্ষ টাকায় তৈরি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। একইসঙ্গে রামনগর ২ নগর পঞ্চায়েতের শাঁখরিপুকুরে সুস্বাস্থ্য কেন্দ্র এখন উদ্বোধনের অপেক্ষায়। আগামী বুধবার এটি উদ্বোধন হওয়ার কথা। বারুইপুর পূর্ব বিধানসভার জয়নগর ১ নম্বর ব্লকের পূর্ব গাববেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ চলছে।
সিংহভাগ কাজই শেষ হয়ে গিয়েছে। একটি বিল্ডিংয়ের রংয়ের কাজও শেষ হয়ে গিয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল রামনগাছি, চালতাবেড়িয়া, পূর্ব ববেড়িয়া এলাকার কয়েক হাজার মানুষ। এতদিন এই মানুষজনকে সরকারি চিকিৎসার জন্য ছুটে যেতে হত ১৫ কিলোমিটার দূরে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে, নতুবা ২৫ কিমি দূরে বারুইপুর মহকুমা হাসপাতালে।
advertisement
advertisement
পুরনো স্বাস্থ্যকেন্দ্রটি বেহাল হয়ে যাওযায় নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দাবি তুলেছিলেন বাসিন্দারা। বিধায়ক বিভাস সরদারের উদ্যোগে সেই দাবি এবার বাস্তব রূপ পেতে চলেছে। গ্রামবাসীরা বলেন, ধীর গতিতে কাজ চলছে। আমরা চাই, দ্রুত এটি চালু করা হোক। এই কেন্দ্র চালু হয়ে গেলে সাধারণ মানুষকে আর পদ্মেরহাট বা বারুইপুর মহকুমা হাসপাতালে ছুটতে হবে না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিধায়ক বিভাস সর্দার বলেন, ১০ বেডের স্বাস্থ্যকেন্দ্র হবে। কাজ শেষ করে অতি দ্রুত চালুর চেষ্টা চলছে। অন্যদিকে, রামনগর ২ নম্বর পঞ্চায়েতের শাঁখারিপুকুরে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র আগামী বুধবার উদ্বোধন হবে বলে পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তী জানিয়েছেন। জানা গিয়েছে, ২৬ লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। এখানে একজন চিকিৎসক থাকবেন। এর ফলে ওই এলাকার মানুষজন উপকৃত হবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 16, 2025 7:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দূরের হাসপাতালে ছুটে যাওয়ার দিন শেষ, আমূল বদল বারুইপুরের চিকিৎসা ক্ষেত্রে! স্বাস্থ্য ব্যবস্থায় বড় আপগ্রেড









