Bishnupur-Kolkata Bus: বিষ্ণুপুর-কলকাতা যাত্রীদের জন্য সুখবর! ভোর ৩:৫৫ থেকেই শুরু বাস পরিষেবা, জেনে নিন আর্লি মর্নিং বাসের সম্পূর্ণ সময়সূচি

Last Updated:
Bishnupur-Kolkata Bus: ভোর নামার আগেই বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে শুরু হয় কলকাতাগামী যাত্রীদের ভিড়। SBSTC ও বেসরকারি বাসের সময়নিষ্ঠ পরিষেবা প্রতিদিন অফিসযাত্রীদের নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করে।
1/6
ভোর নামার আগেই প্রতিদিন বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে ব্যস্ততার আবহ তৈরি হয়। কর্মস্থল, পড়াশোনা বা ব্যবসার উদ্দেশে যাত্রীরা তখন থেকেই ভিড় জমাতে থাকেন কলকাতা (ধর্মতলা)গামী বাস ধরার জন্য। প্রতিদিনের সকালের এই দৃশ্য যেন সময়ের সূচনাকেই চিহ্নিত করে—আর সেই ছন্দেই চলাচল করে এখানকার আর্লি মর্নিং বাস পরিষেবা।
ভোর নামার আগেই প্রতিদিন বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে ব্যস্ততার আবহ তৈরি হয়। কর্মস্থল, পড়াশোনা বা ব্যবসার উদ্দেশে যাত্রীরা তখন থেকেই ভিড় জমাতে থাকেন কলকাতা (ধর্মতলা)গামী বাস ধরার জন্য। প্রতিদিনের সকালের এই দৃশ্য যেন সময়ের সূচনাকেই চিহ্নিত করে—আর সেই ছন্দেই চলাচল করে এখানকার আর্লি মর্নিং বাস পরিষেবা।
advertisement
2/6
অধিকাংশ দিনের মতই প্রথমে প্রস্তুত থাকে SBSTC-এর সরকারি বাসটি। ভোর ৩:৫৫-এ নির্দিষ্ট সময়ে স্ট্যান্ড ছেড়ে দেওয়া হয় এই পরিষেবাটি, সময়ে রওনা হওয়ায় বহু যাত্রীর দিনের শুরুকে সহজ করে তোলে। তারপরই ভিড় বাড়ে Suvoṇ (সুবর্ণ) পরিষেবার জন্য, যা ৪:১০-এ ছাড়ে। সকালবেলার নির্ভরযোগ্যতার কারণে এই বাসটি প্রতিদিনই বিশেষ জনপ্রিয়।
অধিকাংশ দিনের মতই প্রথমে প্রস্তুত থাকে SBSTC-এর সরকারি বাসটি। ভোর ৩:৫৫-এ নির্দিষ্ট সময়ে স্ট্যান্ড ছেড়ে দেওয়া হয় এই পরিষেবাটি, সময়ে রওনা হওয়ায় বহু যাত্রীর দিনের শুরুকে সহজ করে তোলে। তারপরই ভিড় বাড়ে Suvoṇ (সুবর্ণ) পরিষেবার জন্য, যা ৪:১০-এ ছাড়ে। সকালবেলার নির্ভরযোগ্যতার কারণে এই বাসটি প্রতিদিনই বিশেষ জনপ্রিয়।
advertisement
3/6
এরপর ৪:২০-এর সময়সূচি মেনে ছাড়ে Mayabati (মায়াবতী)—যার দীর্ঘদিনের ধারাবাহিক পরিষেবা যাত্রীদের আস্থা জুগিয়ে এসেছে। ভোর একটু গাঢ় হতে না হতেই ৪:৪০-এ ছাড়ে MDG। অফিসসময়কে কেন্দ্র করে এই বাসগুলির নির্দিষ্ট ব্যবধান যাত্রীদের পরিকল্পনাকে আরও সহজ করে তোলে।
এরপর ৪:২০-এর সময়সূচি মেনে ছাড়ে Mayabati (মায়াবতী)—যার দীর্ঘদিনের ধারাবাহিক পরিষেবা যাত্রীদের আস্থা জুগিয়ে এসেছে। ভোর একটু গাঢ় হতে না হতেই ৪:৪০-এ ছাড়ে MDG। অফিসসময়কে কেন্দ্র করে এই বাসগুলির নির্দিষ্ট ব্যবধান যাত্রীদের পরিকল্পনাকে আরও সহজ করে তোলে।
advertisement
4/6
ভোর থেকে সকাল গড়ানোর পথে ৫:০০-এ উঠে আসে Rajdhani, যার আরামদায়ক আসনের খ্যাতি যাত্রীদের আলাদা আকর্ষণ জোগায়। আর সকালের তালিকার শেষ পরিষেবা হিসেবে ৫:২৫-এ ছাড়ে MDG Non-Stop, যা নামের মতই মাঝপথে কোনও বিরতি না নিয়ে কলকাতার দিকে দ্রুতগতিতে এগিয়ে যায়।
ভোর থেকে সকাল গড়ানোর পথে ৫:০০-এ উঠে আসে Rajdhani, যার আরামদায়ক আসনের খ্যাতি যাত্রীদের আলাদা আকর্ষণ জোগায়। আর সকালের তালিকার শেষ পরিষেবা হিসেবে ৫:২৫-এ ছাড়ে MDG Non-Stop, যা নামের মতই মাঝপথে কোনও বিরতি না নিয়ে কলকাতার দিকে দ্রুতগতিতে এগিয়ে যায়।
advertisement
5/6
বাসস্ট্যান্ডের চির চেনা চায়ের দোকান থেকে শুরু করে টিকিট কাউন্টার পর্যন্ত—প্রতিদিনই একই দৃশ্যের পুনরাবৃত্তি হলেও যাত্রীদের প্রত্যাশা একই থাকে, নির্দিষ্ট সময়ে বাস চললেই দিনের ছন্দ অপরিবর্তিত থাকে। বিষ্ণুপুর থেকে কলকাতা পর্যন্ত এই সকালের পরিষেবাগুলি তাই বহু মানুষের দৈনন্দিন যাত্রার অবিচ্ছেদ্য অংশ।
বাসস্ট্যান্ডের চির চেনা চায়ের দোকান থেকে শুরু করে টিকিট কাউন্টার পর্যন্ত—প্রতিদিনই একই দৃশ্যের পুনরাবৃত্তি হলেও যাত্রীদের প্রত্যাশা একই থাকে, নির্দিষ্ট সময়ে বাস চললেই দিনের ছন্দ অপরিবর্তিত থাকে। বিষ্ণুপুর থেকে কলকাতা পর্যন্ত এই সকালের পরিষেবাগুলি তাই বহু মানুষের দৈনন্দিন যাত্রার অবিচ্ছেদ্য অংশ।
advertisement
6/6
বিষ্ণুপুর থেকে কলকাতা (ধর্মতলা)গামী আর্লি মর্নিং বাস পরিষেবা প্রতিদিন ভোর থেকেই যাত্রীদের নির্ভরযোগ্য পরিবহণের ব্যবস্থা করে। ৩:৫৫-এ SBSTC দিয়ে শুরু হয়ে ধারাবাহিকভাবে ৪:১০-এ সুবর্ণ, ৪:২০-এ মায়াবতী, ৪:৪০-এ MDG, ৫:০০-এ রাজধানী এবং ৫:২৫-এ MDG নন-স্টপ বাস ছাড়ে। সময়নিষ্ঠ এই পরিষেবা অফিসগামী ও অন্যান্য যাত্রীদের দৈনন্দিন যাত্রাকে সহজ করে তোলে এবং বিষ্ণুপুর-কলকাতা রুটে প্রতিদিনের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিষ্ণুপুর থেকে কলকাতা (ধর্মতলা)গামী আর্লি মর্নিং বাস পরিষেবা প্রতিদিন ভোর থেকেই যাত্রীদের নির্ভরযোগ্য পরিবহণের ব্যবস্থা করে। ৩:৫৫-এ SBSTC দিয়ে শুরু হয়ে ধারাবাহিকভাবে ৪:১০-এ সুবর্ণ, ৪:২০-এ মায়াবতী, ৪:৪০-এ MDG, ৫:০০-এ রাজধানী এবং ৫:২৫-এ MDG নন-স্টপ বাস ছাড়ে। সময়নিষ্ঠ এই পরিষেবা অফিসগামী ও অন্যান্য যাত্রীদের দৈনন্দিন যাত্রাকে সহজ করে তোলে এবং বিষ্ণুপুর-কলকাতা রুটে প্রতিদিনের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
advertisement
advertisement
advertisement