Vintage Car: ফোর্ড থেকে রোলস রয়েস, দেখার মতো সব গাড়ির কালেকশন! নিউটাউন গলফ ক্লাবে চোখধাঁধানো ভিন্টেজ কার শো
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Newtown Vintage Car Show: নিউটাউন গলফ ক্লাবে ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার শো, পুরনো দিনের রাজকীয় গাড়িতে মুগ্ধ গাড়িপ্রেমীরা।
advertisement
1/6

নিউ টাউন গলফ ক্লাবেই অনুষ্ঠিত হল ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার শো। অনুষ্ঠানে গাড়িপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিন্টেজ এবং ক্লাসিক গাড়ির সংগ্রাহকরা তাঁদের সংরক্ষিত পুরনো আমলের গাড়ি নিয়ে এই শোতে অংশ নেন (ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
শো-তে ব্রিটিশ আমলের গাড়ি থেকে শুরু করে ইউরোপীয় ও আমেরিকান ক্লাসিক মডেল পর্যন্ত একাধিক দুর্লভ বাহন প্রদর্শিত হয়। বহু দশক আগের এই গাড়িগুলির নকশা, ইঞ্জিন প্রযুক্তি ও ঐতিহাসিক গুরুত্ব দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করে।
advertisement
3/6
প্রতিটি গাড়ির সঙ্গে তার নির্মাণ সাল, মডেল ও ইতিহাস সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। আয়োজকদের মতে, এই ধরনের প্রদর্শনীর মূল উদ্দেশ্য পুরনো দিনের অটোমোবাইল ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তার গুরুত্ব তুলে ধরা
advertisement
4/6
দর্শনার্থীরাও জানান, আধুনিক প্রযুক্তির যুগে এমন ঐতিহাসিক গাড়িগুলি এক জায়গায় দেখার সুযোগ তাঁদের কাছে স্মরণীয় অভিজ্ঞতা। বাদ যায়নি ছোট ছোট শিশুরাও, এই গাড়িগুলি দেখে তাদের উৎসাহ ছিল দেখার মতো।
advertisement
5/6
ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার শো ঘিরে নিউ টাউন গলফ ক্লাব চত্বর দিনভর উৎসবের আবহে ভরে ওঠে এবং গাড়িপ্রেমীদের কাছে এই অনুষ্ঠান ছিল বিশেষ আকর্ষণের।
advertisement
6/6
ভিন্টেজ কার্ড এর মধ্যে ছিল, ১৯০৮–১৯২৭ ফোর্ড মডেল টি, ১৯০৬–১৯২৬ রোলস রয়েস সিলভার ঘোস্ট, ১৯৪৮–১৯৭১ মরিস মাইনর, ১৯২২–১৯৩৯ অস্টিন সেভেন সহ ফিয়াট টোপোলিনো, শেভ্রোলেট বেল এয়ার আরো নানা ধরনের ভিন্টেজ কার। (ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Vintage Car: ফোর্ড থেকে রোলস রয়েস, দেখার মতো সব গাড়ির কালেকশন! নিউটাউন গলফ ক্লাবে চোখধাঁধানো ভিন্টেজ কার শো