North 24 Parganas News: হাতে ডিম নিয়েই ৩৩১ বার ঘুসি! গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বারাসতের দেবজ্যোতির

Last Updated:

ছেলের এমন কৃতিত্বে খুশি গোটা সরকার পরিবারসহ প্রতিবেশী পরিজনেরাও। আর তার এই রেকর্ড এর মাধ্যমেই বারাসাতের নাম উঠল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে

+
ঘুষি

ঘুষি মেরে রেকর্ড

উত্তর ২৪ পরগনা: অভিনব এই দক্ষতায় বারাসতের যুবকের নাম উঠল জিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে! দু’টি ডিম হাতে নিয়ে এক মিনিটে ৩৩১ বার ঘুসি চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন বারাসতের বাসিন্দ দিব্যজ্যোতি সরকার। ভারতীয় মার্শাল আর্টিস্ট ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতি এর মধ্যে দিয়েই অতীতের রেকর্ড ব্রেক করে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন ইতিহাস সৃষ্টি করলেন।
দু’টি ডিম ধরে এক মিনিটে সর্বাধিক পূর্ণ এক্সটেনশন পাঞ্চ বিভাগে তিনি এই স্বীকৃতি পেয়েছেন। ইতিমধ্যেই, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর কৃতিত্বের স্বীকৃতি দিয়েছে।  বারাসতের কৃষ্ণনগর রোডে অবস্থিত জিমনেসিয়াম অফ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনে বিশেষজ্ঞ ও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের উপস্থিতিতে মাত্র ২৩ বছরে অতীতের রেকর্ড ভেঙ্গে নতুন এই রেকর্ড তৈরি করেন বলে জানা গিয়েছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
পূর্বে ৩০২ টি এভাবে পাঞ্চিং এর রেকর্ড থাকলেও, তাঁর করা এই নতুন রেকর্ড ধরাছোঁয়ার বাইরে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। গোটা প্রক্রিয়াটি করার সময়, অর্থাৎ ঘুষির রেকর্ড গড়লেও দু’হাতে দু’টি ডিমই অক্ষত অবস্থায় রাখতে হয় এক্ষেত্রে। তবে সে ক্ষেত্রেও দেবজ্যোতির পারফর্মেন্স ছিল নজর কাড়া। শারীরিক শক্তির পাশাপাশি নিয়ন্ত্রণ ও গতির সমন্বয়ে মার্শাল আর্টে বারাসাতের এই যুবক তৈরি করলেন এক নতুন দৃষ্টান্ত। সাফল্য প্রসঙ্গে দিব্যজ্যোতি জানান, তাঁর দাদাই তাঁর প্রধান প্রেরণা।
advertisement
পাশাপাশি বাবা-মায়ের অবিরাম সহযোগিতা ও সমর্থন না পেলে এই অসাধ্য সাধন সম্ভব হতো না। ছেলের এমন কৃতিত্বে খুশি গোটা সরকার পরিবারসহ প্রতিবেশী পরিজনেরাও। আর তার এই রেকর্ড এর মাধ্যমেই বারাসাতের নাম উঠল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হাতে ডিম নিয়েই ৩৩১ বার ঘুসি! গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বারাসতের দেবজ্যোতির
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement