Jyochandi Pahar Tourism: শীতের পুরুলিয়ায় হট ট্যুরিস্ট স্পট জয়চণ্ডী পাহাড়, পর্যটকদের নতুন আকর্ষণ এই অভিনব রেস্টুরেন্ট

Last Updated:

Purulia News: বর্তমানে জয়চণ্ডী পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের নজর কেড়েছে এই অভিনব বাঁশের রেস্টুরেন্ট, যা প্রাকৃতিক সৌন্দর্য ও লোকজ সংস্কৃতির এক অনবদ্য সংমিশ্রণ হিসেবে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।

+
জয়চণ্ডী

জয়চণ্ডী পাহাড়ে বাঁশের রেস্টুরেন্ট

পুরুলিয়া: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে পর্যটকদের কাছে নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গ্রাম্য পরিবেশের আদলে নির্মিত এক অভিনব বাঁশের রেস্টুরেন্ট। সম্পূর্ণভাবে বাঁশ ও খড় ব্যবহার করে তৈরি এই রেস্টুরেন্টটি এখন পর্যটকদের কৌতূহল ও আগ্রহ দুটোই বাড়িয়েছে। স্থানীয় শিল্পভাবনা ও আধুনিক নকশার অপূর্ব মেলবন্ধনে বাঁশকে সৃজনশীলভাবে রূপ দেওয়া হয়েছে রেস্টুরেন্টটির সাজসজ্জায়।
রেস্টুরেন্টের ভিতরে ও বাইরে রয়েছে মনোরম আলোকসজ্জা, যা সন্ধ্যার পর পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে এক অনন্য ও নান্দনিক আবহ সৃষ্টি করে। বাঁশের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে সাজানো এই রেস্টুরেন্টে স্পষ্টভাবে ধরা পড়ে পুরুলিয়ার লোক সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া। পাহাড়, প্রকৃতি ও গ্রামবাংলার আবহ মিলিয়ে এই বাঁশের রেস্টুরেন্টটি এখন পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতার ঠিকানা হয়ে উঠেছে। বিশেষ করে ছবি তোলার জন্য এটি হয়ে উঠেছে একটি জনপ্রিয় স্পট।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
রেস্টুরেন্টের ম্যানেজার তপন দত্ত জানান, “পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড়ে আগত পর্যটকদের জন্য ভিন্নধর্মী কিছু উপহার দিতেই গ্রাম্য পরিবেশের আদলে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ বাঁশ ও খড় দিয়ে নির্মিত এই কাঠামোয় পুরুলিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আগামীদিনে এই রেস্টুরেন্টকে আরও কী ভাবে সাজিয়ে তোলা যায় সেই চেষ্টা চালান হচ্ছে।”
advertisement
বর্তমানে জয়চণ্ডী পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের নজর কেড়েছে এই অভিনব বাঁশের রেস্টুরেন্ট, যা প্রাকৃতিক সৌন্দর্য ও লোকজ সংস্কৃতির এক অনবদ্য সংমিশ্রণ হিসেবে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।
শান্তনু দাস
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jyochandi Pahar Tourism: শীতের পুরুলিয়ায় হট ট্যুরিস্ট স্পট জয়চণ্ডী পাহাড়, পর্যটকদের নতুন আকর্ষণ এই অভিনব রেস্টুরেন্ট
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement