Bengal Medical Herb: রাস্তার পাশে গজায় বলে অবহেলা করবেন না, গরমে ঘামের দুর্গন্ধ দূর করবে এই পাতা, কাশি-সর্দিও হবে ভ্যানিশ

Last Updated:
পথে ঘাটে দেখেও না দেখা করছেন এই গাছ ! জানেন এই গাছের কত উপকার? এই পাতা নিয়মিত খেলে নানান রোগব্যাধি বলবে টাটা বাই বাই
1/7
সবসময়ই শারীরিক কোনও অসুস্থতা হলেই আমরা ছুটে যাই ডাক্তারের কাছে কিংবা ওষুধের দোকান।তবে জানেন আপনার বাড়ির আশেপাশের জঙ্গলে এমন অনেক গাছ রয়েছে যেই গাছ থেকেই আপনি সম্পূর্ণ বিনামূল্যে সেরে উঠতে পারেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রোজই দেখছেন এই গাছ কিন্তু কখনও খেয়াল করেননি যে এই গাছের এত গুণ রয়েছে। তেমনই একটি গাছ হল বাসক পাতা। (সৌভিক রায়)
সবসময়ই শারীরিক কোনও অসুস্থতা হলেই আমরা ছুটে যাই ডাক্তারের কাছে কিংবা ওষুধের দোকান।তবে জানেন আপনার বাড়ির আশেপাশের জঙ্গলে এমন অনেক গাছ রয়েছে যেই গাছ থেকেই আপনি সম্পূর্ণ বিনামূল্যে সেরে উঠতে পারেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রোজই দেখছেন এই গাছ কিন্তু কখনও খেয়াল করেননি যে এই গাছের এত গুণ রয়েছে। তেমনই একটি গাছ হল বাসক পাতা। (সৌভিক রায়)
advertisement
2/7
মূলত সর্দি কাশি হলে এই পাতা যথেষ্ট উপকারী। ডক্টর কৌশিক সান্যাল এর মতে হঠাৎ লেগে যাওয়া সর্দি-কাশি দূর করতে এই পাতার রস অনেক উপকারী। 
মূলত সর্দি কাশি হলে এই পাতা যথেষ্ট উপকারী। ডক্টর কৌশিক সান্যাল এর মতে হঠাৎ লেগে যাওয়া সর্দি-কাশি দূর করতে এই পাতার রস অনেক উপকারী।
advertisement
3/7
এ ছাড়া শ্বাসকষ্ট, জ্বর কমানো, খিচুনি, জন্ডিস, দাঁতের সমস্যা, ঘামের গন্ধ দূর, রক্ত পরিষ্কার করতে আয়ুর্বেদ চিকিৎসায় এই পাতার রস ব্যবহার করা হয়ে থাকে।তবে এ তো গেল সাধারণ বাসকের কথা।এছাড়াও রয়েছে রাম বাসক।
এ ছাড়া শ্বাসকষ্ট, জ্বর কমানো, খিচুনি, জন্ডিস, দাঁতের সমস্যা, ঘামের গন্ধ দূর, রক্ত পরিষ্কার করতে আয়ুর্বেদ চিকিৎসায় এই পাতার রস ব্যবহার করা হয়ে থাকে।তবে এ তো গেল সাধারণ বাসকের কথা।এছাড়াও রয়েছে রাম বাসক।
advertisement
4/7
গ্রামবাংলায় ঘুরতে গেলে আপনি এই গাছ দেখতে পাবেন।এই গাছ মূলত হুপিং কাশি এর উপসম বলে মনে করা হয়। টানা একমাস এই গাছের পাতা খেলেই মিলবে সমাধান।
গ্রামবাংলায় ঘুরতে গেলে আপনি এই গাছ দেখতে পাবেন।এই গাছ মূলত হুপিং কাশি এর উপসম বলে মনে করা হয়। টানা একমাস এই গাছের পাতা খেলেই মিলবে সমাধান।
advertisement
5/7
 তবে কীভাবে খেতে পারবেন এই পাতা? আপনি এটিকে বেটে এর রস তৈরি করে খেতে পারেন।বাসক পাতা বেটে এর রস খেতে চাইলে প্রথমে পাতাগুলো একটি পরিষ্কার পাত্রে নিন, এরপর পরিষ্কার জলের সাহায্যে পাতাগুলো ভালমত ধুয়ে নিন। এবার এটাকে বেটে এর রস খেয়ে নিন।এর পাশাপাশি পরিষ্কার জলে ফুটিয়ে খেতে পারেন বাসক পাতা।এক্ষেত্রেও প্রথমে বাসকের পাতা ভালমত ধুয়ে নিন।এরপর জলে এটিকে ফুটিয়ে নিন।
তবে কীভাবে খেতে পারবেন এই পাতা? আপনি এটিকে বেটে এর রস তৈরি করে খেতে পারেন।বাসক পাতা বেটে এর রস খেতে চাইলে প্রথমে পাতাগুলো একটি পরিষ্কার পাত্রে নিন, এরপর পরিষ্কার জলের সাহায্যে পাতাগুলো ভালমত ধুয়ে নিন। এবার এটাকে বেটে এর রস খেয়ে নিন।এর পাশাপাশি পরিষ্কার জলে ফুটিয়ে খেতে পারেন বাসক পাতা।এক্ষেত্রেও প্রথমে বাসকের পাতা ভালমত ধুয়ে নিন।এরপর জলে এটিকে ফুটিয়ে নিন।
advertisement
6/7
তাই এবার আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে অবশ্যই এই বাসক পাতা এবং রাম বাসক এর পাতা তুলে নিয়ে বাড়ি আসুন।
তাই এবার আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে অবশ্যই এই বাসক পাতা এবং রাম বাসক এর পাতা তুলে নিয়ে বাড়ি আসুন।
advertisement
7/7
আপনার সর্দি কাশি থাকলেই যে এই পাতা খেতে হবে তার কোনও মানে নেই।আপনি শরীর সুস্থ রাখতে সপ্তাহে অন্তত চারদিন এই পাতা খেতেই পারেন,নানান রোগ দূরে থাকবে আপনার থেকে।
আপনার সর্দি কাশি থাকলেই যে এই পাতা খেতে হবে তার কোনও মানে নেই।আপনি শরীর সুস্থ রাখতে সপ্তাহে অন্তত চারদিন এই পাতা খেতেই পারেন,নানান রোগ দূরে থাকবে আপনার থেকে।
advertisement
advertisement
advertisement