নবম নেতাজি সুভাষ স্টেট গেমস ২০২৫ এ বছর মালদায় অনুষ্ঠিত হয়।এই খেলা হয় ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত , বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তত্ত্বাবধানে সহযোগিতায় ছিল Department of Youth Services & Sports, Goverment of West Bengal। এখানে বিভিন্ন ধরনের অলিম্পিক গেমসের মধ্যে ছিল জুডো। আর এই জুডো খেলায় প্রতিটি জেলা থেকে প্রায় ১৪৪ জন অংশগ্রহণ করেছিল।
advertisement
তার মধ্যে বীরভূম জেলা থেকে ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে তার মধ্যে তিনটি সিলভার ও তিনটি ব্রোঞ্জ মোট ছয়টি পদক জয়লাভ করেছে। বীরভূম জেলা থেকে এদের মধ্যে উইমেন্স জুনিয়ার গ্রুপে বিলো ৬৩ কেজি ওজনে তৃষ্ণা মাল সেকেন্ড পজিশন হয়ে সিলভার মেডেল পেয়েছে। উমেন্স জুনিয়র গ্রুপে বিলো ৪৪ কেজি ওজনে তৃতীয় স্থান অধিকার করে রানী গুপ্তা ব্রোঞ্জ মেডেল পেয়েছে। ছেলেদের মধ্যে জুনিয়র গ্রুপে বিলো ৮১ কেজি ওজনে দেব পরামানিক সেকেন্ড হয়ে সিলভার মেডেল পেয়েছে। জুনিয়ার গ্রুপে বিলো ৫৫ কেজি ওজনে সংগ্রাম সরেন থার্ড পজিশন হয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। জুনিয়র গ্রুপে বিলো ৬৬ কেজি ওজনের সামরিক দাস থার্ড পজিশন হয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছে।
আরও পড়ুনঃ KKR vs CSK: সিএসকের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিং অর্ডারে দুই বদল! কে থাকছে দলে আর কে পড়ছে বাদ?
মেয়েদের মধ্যে সিনিয়র গ্রুপে বিলো ৬৩ কেজি ওজনে শকুন্তলা মাইতি সেকেন্ড পজিশন হয়ে সিলভার মেডেল পেয়েছে। বীরভূম জেলার গর্ভের বিষয় এই যে জুডো খেলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এনেছিলেন আনুমানিক ১৯০৫ খ্রিস্টাব্দে প্রথম ভারতবর্ষে এবং বীরভূমের মাটিতেই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জুডো খেলা শুরু করেছিলেন। তাই আমাদের বীরভূম জেলার ছেলেমেয়েরা জুডো খেলায় জুডো খেলায় উন্নতি করতে চলেছে। অন্যদিকে মেয়েরা জানাচ্ছেন নিজেদের নিরাপত্তার জন্য প্রত্যেক মেয়েদের প্রয়োজন জুডো এবং ক্যারাটে শেখা।
সৌভিক রায়





