প্রায় ৩৫ বছরেরও অধিক সময়ে সঞ্চার প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করে চলেছে। সম্প্রতি হাওড়া জেলায় পাঁচলা ব্লকে সঞ্চার প্রতিবন্ধকতাযুক্ত শিশু তাদের বন্ধু ও পরিবারকে নিয়ে আয়োজন করলো পরিবেশবান্ধব দীপাবলি বা গ্রিন দিওয়ালি। দীপাবলি উৎসবের বেশ কিছুদিন আগে থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের বন্ধু-বান্ধবরা ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন রঙের প্রদীপ তৈরি করে। পাশাপাশি সেই সমস্ত প্রদীপ বিভিন্ন দফতরে পাঠানো হয়। প্রদীপ প্রজ্জলন আলপনা-সজ্জা বিভিন্ন সৃজনশীল ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়েই সঞ্চারের এই অনুষ্ঠান।
advertisement
আরও পড়ুন: কালী পুজোয় উপোস করুন! জল পিপাসাও পাবে না! শরীর ঠিক রাখতে মানুন এই নিয়ম
উপস্থিত ছিলেন প্রায় সত্তর অংশগ্রহণকারী। বলা বাহুল্য এই সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যে কোন উৎসব বা অনুষ্ঠান থেকে যায় ব্রাত্য। শুধু দীপাবলি নয় সারা বছর ধরে এই সঞ্চারের বিভিন্ন অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি চলে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় ‘পুজো পরিক্রমা’। এছাড়াও পরিবেশ দিবস, ক্রিসমাস, শিশু দিবস এই জাতীয় কর্মসূচিগুলো পালন। এই সমস্ত কর্মসূচির মাধ্যমে সঞ্চার এই বার্তাই দিতে চায় যে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধকতাযুক্ত মানুষরা সমাজের বিচ্ছিন্ন কোনও অংশ নয়। সঠিক সুযোগ ও পরিসর পেলে তারাও তাদের সম্ভাবনায় উজ্জ্বল হয়ে উঠতে পারে। এদিনের এই গ্রিন দিওয়ালি পালনের মাধ্যমে এদিন সঞ্চারের প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দমুখর ও আলোক উজ্জ্বল। আগামী দিনেও প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের অধিকার নিয়ে সঞ্চারের যাত্রা অব্যাহত থাকবে। বলেই জানিয়েছেন, সঞ্চার এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুতপা চক্রবর্তী।
আরও পড়ুন: ফুলকপি শরীরের জন্য উপকারী! তবে এই রোগ থাকলে ভুলেও খাবেন না! জানুন ভাল-খারাপ গুণ!
পরিবেশের গুরুত্ব রেখে বলা যেতে পারে। যেমন বর্তমানে সময়ে একেবারেই বাজি পোড়ানো উচিত নয়। বাজি থেকে যে টক্সিক মেটাল নির্গত হয় তা অত্যন্ত ক্ষতিকারক পরিবেশের পক্ষে। ইতিমধ্যেই দিল্লির মতো বহু শহরে দূষণের মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছে। তাই আমরা বেছে নেব ইকো ফ্রেন্ডলি দীপাবলি! বাজির বদলে নানা রকম প্রদীপ ও আলো জ্বালিয়ে দীপাবলি পালন হোক। সেই আমরা পুরোনো দিনের মতোই প্রাকৃতিক আলোতে বা প্রদীপে ভরসা রাখবো।
নানা রঙের ফুল দিয়ে ঘর সাজাবো। এমনকি হলুদ, চালের গুঁড়ো দিয়ে বাড়িতে আলপনা বা রঙ্গলি আঁকবো। আর এই দীপাবলিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে উৎছবে মেতে উঠবো। প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন পরিবেশের পক্ষে সুস্থ হোক। আমাদের ব্যবহৃত প্রতিটি জিনিস হোক পরিবেশবান্ধব। সুস্থ দূষণমুক্ত পরিবেশ গড়ার দিন শুরু হোক এই আলোর উৎসব থেকেই।
রাকেশ মাইতি