TRENDING:

Ancient Gala Art: হারিয়ে যাচ্ছে মুঘল আমলের শিল্পের হাত ধরেই রোজগারের নয়া দিশা! প্রশংসনীয় পদক্ষেপ প্রশাসনের

Last Updated:

হারিয়ে যাওয়া এই শিল্প বাঁচাতে এগিয়ে এসেছেন বীরভূমের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: মুঘল আমলের গালা শিল্প বাঁচাতে শিল্পী শেখ ইউসুফ আলি হাতেখড়ি শুরু করেছিলেন। সেখানে পুতুল-সহ ছোটদের খেলনা বানানো শিখে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। প্রাচীন গালা শিল্পকে বাঁচাতে ২১ এপ্রিল থেকে ইলামবাজারের ব্লক অফিসে প্রশিক্ষণ দিচ্ছেন প্রখ্যাত গালা শিল্পী শেখ ইউসুফ আলি। হারিয়ে যাওয়া শিল্পকে পুনরুদ্ধার করতেই ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা অংশ নিয়েছেন বিশেষ কর্মশালায়।
advertisement

হাতেকলমে ৩০ দিনের এই প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। লুপ্তপ্রায় গালা শিল্পকর্ম বাঁচিয়ে রাখতেই বিশেষ উদ্যোগ নিয়েছে ইলামবাজার ব্লক প্রশাসন। বিডিও অনির্বাণ মজুমদার বলেন, “প্রাচীন গালা শিল্পকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইলামবাজারে গালা শিল্পের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখতেই প্রাথমিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তীতে লাক্ষা পোকা বাস করে এমন গাছ ভিন জেলা থেকে এনে রোপণ করা হবে। পাশাপাশি প্রশিক্ষণের পর গালা শিল্পকে নতুন করে প্রসার ঘটাতে বাজারজাত করতে একাধিক উদ্যোগ নেওয়া হবে।”

advertisement

আরও পড়ুন: গবাদি পশু পালনে নয়া নিয়ম! না মানলে পড়তে হবে বড় সমস্যায়, জানিয়ে দিল পুলিশ

উল্লেখ্য, এক সময় গালা শিল্পের পীঠস্থান ছিল জেলার ইলামবাজারে। ব্রিটিশ আমল থেকে রমরমা বাণিজ্য আজ অতীত। গালার গুণগত উৎকৃষ্টতার জন্য প্রসিদ্ধ ছিল। মোঘল আমল থেকে এখানে গালা শিল্পের রমরমা ছিল পরবর্তীকালে নুড়ি পদবীর মানুষজন গালার কাজ শুরু করেন। এই নুড়ি পদবী বা সম্প্রদায়ের মানুষ পরবর্তীতে ‘গুঁই’ পদবী হয়েছিলেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

রবীন্দ্রনাথ ঠাকুর জাপান থেকে গালার তৈরি বাসনপত্র উপহার পেয়ে শিল্পকর্ম দেখে উদ্বুদ্ধ হন। এরপরেই গালা শিল্পের প্রশিক্ষণ দেন ইলামবাজার থেকে দু’জন গালা গোপাল গুঁই ও নেপাল গুঁই। তবে ১৯৭৬ সাল পর্যন্ত বিশ্বভারতীর শিল্পসদনে গালা শিল্পের প্রশিক্ষণ হত। পরে তা নানা কারণেই অচিরেই বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে বিলুপ্ত হয় গালা শিল্প। তবে পুনরায় গালা শিল্পের প্রশিক্ষণ শুরু হওয়ায় আশার আলো দেখছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ancient Gala Art: হারিয়ে যাচ্ছে মুঘল আমলের শিল্পের হাত ধরেই রোজগারের নয়া দিশা! প্রশংসনীয় পদক্ষেপ প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল