Domestic Animals: গবাদি পশু পালনে নয়া নিয়ম! না মানলে পড়তে হবে বড় সমস্যায়, জানিয়ে দিল পুলিশ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
হঠাৎ গবাদি পশু পালন নিয়ে কেন এমন ফরমান!
বীরভূম: বর্তমানে গ্রামগঞ্জের অধিকাংশ বাড়িতে গরু, ছাগল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করা হয়ে থাকে। বীরভূমে এখনও অনেক গ্রাম রয়েছে যে গ্রামগুলি এখনও গরু, ছাগল পালন করে নিজেদের জীবন জীবিকা চালান। বাড়িতে গরু, ছাগল থাকলে অনেকেই অন্যের জমিতে গিয়ে তাদের ঘাস অথবা ফসল খাওয়ান। তবে এবার থেকে অন্যের জমিতে যদি আপনি আপনার বাড়ির গরু, ছাগল চরাতে নিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু পড়তে হবে ভয়ংকর বিপদে। এবার গবাদিপশু পালন করতে গেলে আপনাকে মানতে হবে বেশ কিছু নিষেধাজ্ঞা।
ঠিক এমনই বার্তা পৌঁছে দিতে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে সচেতনতামূলক প্রচার করা হয়। যে সমস্ত ব্যক্তিরা গৃহপালিত পশু যেমন গরু-মোষ, ভেড়া, ছাগল পালন করে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের নিজেদের হেফাজতেই রাখতে হবে সেই সমস্ত গৃহপালিত পশু। সেই সমস্ত গৃহপালিত পশু যেন অন্য কারো জমিতে নেমে তাদের ফসল নষ্ট না করে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।
advertisement
আরও পড়ুন: মাত্র ১০ বছর বয়সে এত বড় আবিষ্কার! রক্ষা পাবেন মহিলারা, উপকারিতা জানলে আপনিও স্যালুট জানাবেন
advertisement
আর যদি কোন গৃহপালিত পশুর দ্বারা অন্য কারো জমির ফসল নষ্ট হয় তাহলে সেই গৃহপালিত পশুর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনই এক সচেতনতামূলক প্রচার চালানো হয় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।এবার ফসল জমির ওপর দিয়ে কোন গৃহপালিত পশু নিয়ে গেলেই হতে পারে বিপদ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই এবার সাবধান। অন্যদিকে কৃষকরা জানাচ্ছেন, বাড়িতে সব সময় গরু, ছাগল ভরে রাখা সম্ভব হয় না। সেই কারণে মাঠে-ঘাটে নিয়ে যেতে হয়। পুলিশ প্রশাসনের সতর্ক বার্তা দেওয়ার পরও এবিষয়ে সতর্ক না থাকলে হবে বড় সমস্যা।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 2:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Domestic Animals: গবাদি পশু পালনে নয়া নিয়ম! না মানলে পড়তে হবে বড় সমস্যায়, জানিয়ে দিল পুলিশ
