MP's Son In KKR: নিলাম টেবলে তোলপাড় করা কেকেআরে এবার সাংসদের ছেলেও, নাইট দলের নতুন ধামাকা ক্রিকেটারকে চিনুন

Last Updated:
MP's Son In KKR: সার্থক রঞ্জন, পাপ্পু যাদব-এর ছেলে, আইপিএল ২০২৬-এর মিনি অকশন-এ কলকাতা নাইটরাইডার্স ৩০ লাখ টাকায় কিনেছে. দিল্লি প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স.
1/5
কলকাতা: এবার সাংসদের ছেলেও খেলবে কেকেআরে৷ এবারের আইপিএল নিলামে কেকেআর যেভাবে প্লেয়ার কিনে দল সাজিয়েছে চমকে গেছেন ক্রিকেট ফ্যানরাও! একের পর এক বিগ বাজেট প্লেয়ার ঝোলায় পুড়ে নিয়েছে শাহরুখের দল৷ কিন্তু চমক আছে আরও৷ কেকেআরে এবার খেলবেন সাংসদের ছেলে৷
কলকাতা: এবার সাংসদের ছেলেও খেলবে কেকেআরে৷ এবারের আইপিএল নিলামে কেকেআর যেভাবে প্লেয়ার কিনে দল সাজিয়েছে চমকে গেছেন ক্রিকেট ফ্যানরাও! একের পর এক বিগ বাজেট প্লেয়ার ঝোলায় পুড়ে নিয়েছে শাহরুখের দল৷ কিন্তু চমক আছে আরও৷ কেকেআরে এবার খেলবেন সাংসদের ছেলে৷
advertisement
2/5
পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জন আইপিএল মিনি অকশন: দিল্লি প্রিমিয়ার লিগ-এ তাঁর দুর্দান্ত ইনিংসের জন্য সিলেক্টরদের মন জয় করা সার্থক রঞ্জনকে কলকাতা নাইটরাইডার্স ফ্র্যাঞ্চাইজি তাঁদের বেস প্রাইস অর্থাৎ ২ কোটি টাকায় কিনে নিয়েছে। সার্থক রঞ্জন দেশের পরিচিত রাজনীতিবিদ এবং বিহারের পূর্ণিয়া থেকে নির্দলীয় সংসদ সদস্য পাপ্পু যাদব-এর ছেলে।
পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জন আইপিএল মিনি অকশন: দিল্লি প্রিমিয়ার লিগ-এ তাঁর দুর্দান্ত ইনিংসের জন্য সিলেক্টরদের মন জয় করা সার্থক রঞ্জনকে কলকাতা নাইটরাইডার্স ফ্র্যাঞ্চাইজি তাঁদের বেস প্রাইস অর্থাৎ ২ কোটি টাকায় কিনে নিয়েছে। সার্থক রঞ্জন দেশের পরিচিত রাজনীতিবিদ এবং বিহারের পূর্ণিয়া থেকে নির্দলীয় সংসদ সদস্য পাপ্পু যাদব-এর ছেলে।
advertisement
3/5
আইপিএল ২০২৬-র জন্য মিনি অকশন-এ বিহারের পূর্ণিয়া থেকে সংসদ সদস্য পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জনকে নিয়েও নিলামে দর হাঁকাহাঁকি করে নেয় নাইটরা৷  বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত সার্থক রঞ্জনকে কলকাতা নাইটরাইডার্স তাঁদের বেস প্রাইস অর্থাৎ ৩০ লক্ষ টাকায় কিনে নেয়। কেকেআর ছাড়া আর কোনও ফ্র্যাঞ্চাইজি সার্থককে কেনার আগ্রহ দেখায়নি। সার্থক রঞ্জন দিল্লি-র হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগ ২০২৫-এ তিনি ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন।
আইপিএল ২০২৬-র জন্য মিনি অকশন-এ বিহারের পূর্ণিয়া থেকে সংসদ সদস্য পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জনকে নিয়েও নিলামে দর হাঁকাহাঁকি করে নেয় নাইটরা৷  বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত সার্থক রঞ্জনকে কলকাতা নাইটরাইডার্স তাঁদের বেস প্রাইস অর্থাৎ ৩০ লক্ষ টাকায় কিনে নেয়। কেকেআর ছাড়া আর কোনও ফ্র্যাঞ্চাইজি সার্থককে কেনার আগ্রহ দেখায়নি। সার্থক রঞ্জন দিল্লি-র হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগ ২০২৫-এ তিনি ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন।
advertisement
4/5
আইপিএল ২০২৬-এ দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর তরফ থেকে সার্থক রঞ্জন-এর নাম পাঠানো হয়েছিল। ২৯ বছর বয়সী সার্থক লম্বা ছক্কা মারার পাশাপাশি ডান হাতে অফ স্পিনও করতে পারেন। সম্প্রতি সার্থক দিল্লি প্রিমিয়ার লিগে নর্থ দিল্লি-র হয়ে ব্যাটিং করতে নেমে ৯ ম্যাচে ১৪৬.৭৩ স্ট্রাইক রেটে ৪৪৯ রান করেন। এর মধ্যে ২১টি ছক্কা আর ৪৪টি চার ছিল। তিনি এক সেঞ্চুরি আর চারটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।
আইপিএল ২০২৬-এ দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর তরফ থেকে সার্থক রঞ্জন-এর নাম পাঠানো হয়েছিল। ২৯ বছর বয়সী সার্থক লম্বা ছক্কা মারার পাশাপাশি ডান হাতে অফ স্পিনও করতে পারেন। সম্প্রতি সার্থক দিল্লি প্রিমিয়ার লিগে নর্থ দিল্লি-র হয়ে ব্যাটিং করতে নেমে ৯ ম্যাচে ১৪৬.৭৩ স্ট্রাইক রেটে ৪৪৯ রান করেন। এর মধ্যে ২১টি ছক্কা আর ৪৪টি চার ছিল। তিনি এক সেঞ্চুরি আর চারটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।
advertisement
5/5
সার্থক ২০১৬ সালে টি-২০-তে ডেবিউ করেন। ২০১৭ সালে বিজয় হাজারে ট্রফি-র সময় লিস্ট-এ ডেবিউ করেন। ডিসেম্বর ২০২৪-এ সার্থক বিজয় হাজারে ট্রফি-তে দুর্দান্ত কামব্যাক করেন। ২০১৭ বিজয় হাজারে ট্রফি-র সময় তিনি গৌতম গম্ভীর-এর সঙ্গে ওপেনিং করেছিলেন। ঋষভ পন্ত এই ম্যাচে ক্যাপ্টেন ছিলেন। সার্থক রঞ্জন ফিটনেস ফ্রিক। তাঁর শরীর দেখে বোঝা যায় তিনি নিয়মিত জিম করেন।
সার্থক ২০১৬ সালে টি-২০-তে ডেবিউ করেন। ২০১৭ সালে বিজয় হাজারে ট্রফি-র সময় লিস্ট-এ ডেবিউ করেন। ডিসেম্বর ২০২৪-এ সার্থক বিজয় হাজারে ট্রফি-তে দুর্দান্ত কামব্যাক করেন। ২০১৭ বিজয় হাজারে ট্রফি-র সময় তিনি গৌতম গম্ভীর-এর সঙ্গে ওপেনিং করেছিলেন। ঋষভ পন্ত এই ম্যাচে ক্যাপ্টেন ছিলেন। সার্থক রঞ্জন ফিটনেস ফ্রিক। তাঁর শরীর দেখে বোঝা যায় তিনি নিয়মিত জিম করেন।
advertisement
advertisement
advertisement