Birbhum News: মাত্র ১০ বছর বয়সে এত বড় আবিষ্কার! রক্ষা পাবেন মহিলারা, উপকারিতা জানলে আপনিও স্যালুট জানাবেন

Last Updated:

Birbhum News: বীরভূমের বছর ১০ এর অনুরাগ মজুমদার ওরফে ইমন একটি 'আরএল ডিভাইস' তৈরি করে বিজ্ঞান জগতে কার্যত চমক লাগিয়ে দিয়েছে।

+
অনুরাগ

অনুরাগ ঘোষ

বীরভূম: কোন বোন এবং দিদি যেন কোন সমস্যায় না পড়ে, আর সেই ভাবনা থেকে এক অনন্য আবিষ্কার করেছে  ইমন। বীরভূমের লাভপুরের বিডিও অফিসপাড়ার ইমন স্থানীয় পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের ষষ্ঠ শ্রেবীরভূমের বছর ১০ এর অনুরাগ মজুমদার ওরফে ইমন। একটি ‘আরএল ডিভাইস’ তৈরি করে বিজ্ঞান জগতে কার্যত চমক লাগিয়ে দিয়েছেণীর ছাত্র। তার বাবা মুক্তিশ্বর মজুমদার পেশায় গ্রাফিক্স ডিজাইনার এবং এবং তার মা সঙ্গীতা মজুমদার একটি বেসরকারি স্কুলের কম্পিউটার শিক্ষিকা। পারিবারিক সূত্রের খবর ছোট থেকেই ইমনের পদার্থ বিজ্ঞানের উপর বেশি ঝোঁক।
ইমন শুধুমাত্র মেয়েদের রক্ষাকবচ তৈরি করেছে তাই নয়, বিশ্ব রেকর্ডের থেকে কম সময়ে বিজ্ঞানে ‘প্রিয়ডিক টেবিল’ ঝর ঝর করে বলতে পারে। ইমনের মা বাবা জানান, ইমন ছোট থেকেই বিজ্ঞানমনস্ক। খেলার ছলে সে বিভিন্ন বিজ্ঞানের জিনিস তৈরি করে থাকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, কয়েক বছর আগে ছোট্ট ইমন অনু-পদার্থবিজ্ঞান বিভিন্ন অনুর ধারণাকে কাজে লাগিয়ে শিবলিঙ্গের আকৃতির চার্ট তৈরি করে বীরভূমের আহমেদপুরের একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দিয়ে স্বীকৃতি লাভ করেছিল। এরপরে এশিয়াটিক সোসাইটিতে আয়োজিত কর্মশালায় কনিষ্ঠতম অংশগ্রহণকারী হিসাবে প্রদীপ প্রজ্জ্বলন করে। পাশাপাশি বিজ্ঞান বিষয় নিয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সামনে নিজের বক্তব্য রাখে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে কীভাবে ব্যবহার করা হয় এই যন্ত্র!
ইমন জানায়, “দু’টি অ্যাপ, একটি ‘ওয়েব অ্যাপ্লিকেশন’ এবং দু’টি ‘ডিভাইস’ দিয়ে তৈরি করা হয়েছে ব্যবস্থাটি। কেউ কোথাও বিপদে পড়লে ওই ব্যবস্থার সাহায্যে ক্ষুদ্রাকৃতি যন্ত্রের মাধ্যমে পুলিশের সাহায্য পাওয়া যাবে। যন্ত্রটির ‘ইমার্জেন্সি বাটনে’ চাপ দিলে বিপদগ্রস্ত ব্যক্তি যেখানে আক্রান্ত সংশ্লিষ্ট সেই এলাকার থানায় বিপদ সঙ্কেতের অ্যালার্ম বেজে উঠবে। থানার কর্তব্যরত অফিসার কম্পিউটারে ‘ওয়েব অ্যাপ্লিকেশনটি’ খুলে বিপদগ্রস্ত ব্যক্তির অবস্থান দেখতে পাবেন।”
advertisement
কর্মশালার কনিষ্ঠতম সদস্য হলেও, অনুরাগই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। যেখানে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের খ্যাতনামা বিজ্ঞানীরা। তাই প্রত্যন্ত লাভপুরের গর্বের সন্তান অনুরাগকে সংবর্ধনা দিতে পেরে লাভপুর ব্লক প্রশাসনও খুশি। বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, “অনুরাগ আমাদের গর্ব। আগামীতে ওকে পড়াশোনার যাবতীয় সাহায্য করতে আমরা প্রস্তুত।”
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: মাত্র ১০ বছর বয়সে এত বড় আবিষ্কার! রক্ষা পাবেন মহিলারা, উপকারিতা জানলে আপনিও স্যালুট জানাবেন
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement