Lionel Messi visited Vantara: ভারতীয় সংস্কৃতিকে নিলেন আপন করে, বনতারায় বন্যপ্রাণের সঙ্গে অন্য মেজাজে মেসি

Last Updated:
Lionel Messi visited Vantara: দিল্লির ইভেন্ট শেষে অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র বনতারা পরিদর্শনে যান বিশ্বজয়ী তারকা। মেসির সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল।
1/5
ভারত সফরে এসে শেষ মুহূর্তে সফর সূচি পরিবর্তন করেন লিওনেল মেসি। দিল্লির ইভেন্ট শেষে অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র বনতারা পরিদর্শনে যান বিশ্বজয়ী তারকা। মেসির সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল।
ভারত সফরে এসে শেষ মুহূর্তে সফর সূচি পরিবর্তন করেন লিওনেল মেসি। দিল্লির ইভেন্ট শেষে অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র বনতারা পরিদর্শনে যান বিশ্বজয়ী তারকা। মেসির সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল।
advertisement
2/5
স্বল্প সময়ের এই সফর হলেও বনতারায় মেসির উপস্থিতি নতুন মাত্রা পায়। বনতারায় পৌঁছে মেসি ঐতিহ্যবাহী ভারতীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। এই সময় শাল পরা, কপালে তিলক ও রুদ্রাক্ষের মালা ধারণ করা মেসির ভিন্ন রূপ ভক্তদের বিস্মিত করে তোলে।
স্বল্প সময়ের এই সফর হলেও বনতারায় মেসির উপস্থিতি নতুন মাত্রা পায়। বনতারায় পৌঁছে মেসি ঐতিহ্যবাহী ভারতীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। এই সময় শাল পরা, কপালে তিলক ও রুদ্রাক্ষের মালা ধারণ করা মেসির ভিন্ন রূপ ভক্তদের বিস্মিত করে তোলে।
advertisement
3/5
প্রাণীদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ঘুরে দেখেন। তিনি উদ্ধার করা বিভিন্ন প্রাণীর সঙ্গে সময় কাটান এবং তাদের যত্ন ও সেবার বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
প্রাণীদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ঘুরে দেখেন। তিনি উদ্ধার করা বিভিন্ন প্রাণীর সঙ্গে সময় কাটান এবং তাদের যত্ন ও সেবার বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
advertisement
4/5
এই সফরকে স্মরণীয় করে রাখতে অনন্ত ও রাধিকা আম্বানি একটি সিংহশাবকের নাম রাখেন “লিওনেল”, যা মেসির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। যা মেসির মন ছুঁয়ে যায়।
এই সফরকে স্মরণীয় করে রাখতে অনন্ত ও রাধিকা আম্বানি একটি সিংহশাবকের নাম রাখেন “লিওনেল”, যা মেসির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। যা মেসির মন ছুঁয়ে যায়।
advertisement
5/5
বনতারায় বন্যপ্রাণী সংরক্ষণ ও কল্যাণে যে কাজ হচ্ছে, তা মেসি ও তাঁর সঙ্গীদের গভীরভাবে অনুপ্রাণিত করে। সফর শেষে কঠোর নিরাপত্তার মধ্যে তাঁরা জামনগর বিমানবন্দর ত্যাগ করেন।
বনতারায় বন্যপ্রাণী সংরক্ষণ ও কল্যাণে যে কাজ হচ্ছে, তা মেসি ও তাঁর সঙ্গীদের গভীরভাবে অনুপ্রাণিত করে। সফর শেষে কঠোর নিরাপত্তার মধ্যে তাঁরা জামনগর বিমানবন্দর ত্যাগ করেন।
advertisement
advertisement
advertisement