West Bengal news: পাখিদের জন্য তৈরি হল বাসা, যেমনটা ওরা পছন্দ করে, করে দেখালেন যুবক

Last Updated:

West Bengal news: বৈশাখের শুরু থেকেই বীরভূমের তাপমাত্রা কখনো গেছে ৪০ ডিগ্রি আবার কখনো গেছে ৪২° সেলসিয়াসের কাছাকাছি। গরমে নাজেহাল অবস্থা বীরভূমের বাসিন্দাদের। সকাল থেকেই তীব্র ঘন রোদ এবং তার সাথে বাতাসে বইছে লু। জরুরি কাজ ছাড়া ঠিক তেমন কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না।

+
পাখির

পাখির বাসা 

বীরভূম: বৈশাখের শুরু থেকেই বীরভূমের তাপমাত্রা কখনো গেছে ৪০ ডিগ্রি আবার কখনো গেছে ৪২° সেলসিয়াসের কাছাকাছি। গরমে নাজেহাল অবস্থা বীরভূমের বাসিন্দাদের। সকাল থেকেই তীব্র ঘন রোদ এবং তার সাথে বাতাসে বইছে লু। জরুরি কাজ ছাড়া ঠিক তেমন কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। যদিও বা বের হচ্ছেন মুখ বেঁধে গোটা শরীর কাপড় দিয়ে ঢেকে তারপরে বের হচ্ছেন।
advertisement
এইরকম পরিবেশে একদিকে যেমন মানুষের অবস্থা নাজেহাল ঠিক তেমন পশু পাখিদেরও অবস্থা নাজেহাল। এই গরমে খাবার এবং জল পেতে সমস্যায় পড়তে হয় পাখিদের। তবে শান্তিনিকেতনের কোপাই নদীর ধারে গোয়ালপাড়ায় প্রকৃতি আর ভালোবাসা একসঙ্গে মিশে গেছে এক ছোট্ট চায়ের দোকানে। খোকন লোহার একজন চা বিক্রেতা তবে তার মধ্যে লুকিয়ে রয়েছে এক পরিবেশ প্রেম।
advertisement
নিজের উদ্যোগে প্রায় ২০০টি পাখির বাসা সাজিয়েছেন। সাজিয়েছেন তার দোকানের আশপাশে অবস্থিত গাছগুলিকে। গাছগুলিকে সাজিয়ে তিনি পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলেছেন এই অঞ্চলে। প্রতিদিন সকালে এবং বিকেলে এই গাছগুলিতে তিনি পাখিদের খাবার দেন। নেই কোনো সরকারি সাহায্য, সাধারণ মানুষের অনুদান।
advertisement
সবটাই করেন নিজের কষ্টের টাকায় এবং নিঃস্বার্থ ভালোবাসায়। বর্তমানে যেখানে মানুষজন শুধুমাত্র নিজেদের কথা ভাবেন সেখানে খোকন লোহার বুঝিয়ে দেন প্রকৃতিকে ভালোবাসা কীভাবে আমাদের চারপাশকে বদলে দেওয়া যেতে পারে। স্থানীয়রা গর্ব করে খোকনের এই কার্যকলাপ দেখে। পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা গরম চায়ের কাপ হাতে নিয়ে শুনে যান পাখিদের কোলাহল এবং তার সঙ্গে খোকন লোহারের প্রকৃতির প্রতি ভালোবাসার গল্প। আজ যখন প্রকৃতি হুমকির মুখে তখন গোয়ালপাড়ার এই পাখির পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ চাইলে অনেক কিছু বদলাতে পারে।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: পাখিদের জন্য তৈরি হল বাসা, যেমনটা ওরা পছন্দ করে, করে দেখালেন যুবক
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement