iPhone 15 Price Cut: অবিশ্বাস্য! মাত্র ৩০,০০০ টাকায় iPhone 15! জেনে নিন কোথা থেকে কিনবেন? এই অফার মিস করলে পস্তাবেন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
iPhone 15-এর দামে বড়সড় কাটছাঁট করেছে অ্যামাজন। ব্যাঙ্ক অফার, EMI ও এক্সচেঞ্জ ডিল মিলিয়ে লঞ্চ দামের তুলনায় অনেক কমে কিনতে পারবেন এই অ্যাপল ফোন।
কম দামে আইফোনের কথা ভাবাই যায় না, তবে সত্যিটা হল এই যে iPhone 15-এর দাম আরও একবার কমানো হয়েছে, ফলে এটি লঞ্চের সময়ের দামের চেয়ে অনেক সস্তা হয়ে গিয়েছে। দুই বছর আগে বাজারে আসা এই অ্যাপল ফোনটি এখন এর আসল লঞ্চ মূল্যের চেয়ে ২৭,০০০ টাকা পর্যন্ত কমে পাওয়া যাচ্ছে। সরাসরি মূল্য হ্রাসের পাশাপাশি অ্যামাজন iPhone 15-এর উপর আকর্ষণীয় ব্যাঙ্ক ডিসকাউন্টও দিচ্ছে।
advertisement
advertisement
অ্যামাজনে ব্যাঙ্ক অফার-সহ iPhone 15-এর মূল্য হ্রাস কীভাবে হচ্ছে:iPhone 15 তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়: ১২৮জিবি, ২৫৬জিবি এবং ৫১২জিবি। যখন অ্যাপল আইফোন ১৫ সিরিজ লঞ্চ করেছিল, তখন এর প্রাথমিক মূল্য ছিল ৭৯,৯০০ টাকা। এখন ফোনটি অ্যামাজনে ৫২,৯৯০ টাকার প্রারম্ভিক মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে, যা এর লঞ্চ মূল্যের দিক থেকে দেখলে একটি বড় ছাড় তো বটেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









