Sheikh Hasina Interview: ইউনূসকে নিরপেক্ষ তদন্তের চ্যালেঞ্জ হাসিনার... 'অন্তর্বতী সরকারের রায় নিছক প্রহসন', ফুঁসলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina Interview: সিএনএন-নিউজ১৮- কে লিখিত সাক্ষাৎকারে হাসিনা বলেন, 'তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক বা নিরপেক্ষ নয়, অসংখ্য প্রোথিতযশা আইনবিদ এমনটাই উল্লেখ করেছেন। এই রায় আমার রাজনৈতিক বিরোধীদের দ্বারা প্রণীত!'
মোহিত চৌহান, ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা লোকাল 18-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকার, মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের ভূমিকা এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এবার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে নিরপেক্ষ তদন্তের চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ তোলার কথা বলেছেন। সিএনএন-নিউজ১৮- কে দেওয়া এক ইমেল সাক্ষাৎকারে হাসিনা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার মৃত্যুদণ্ডকে ‘বিচারকের পোশাক পরিহিত রাজনৈতিক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
সিএনএন-নিউজ১৮- কে লিখিত সাক্ষাৎকারে হাসিনা বলেন, ‘তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক বা নিরপেক্ষ নয়, অসংখ্য প্রোথিতযশা আইনবিদ এমনটাই উল্লেখ করেছেন। এই রায় আমার রাজনৈতিক বিরোধীদের দ্বারা প্রণীত!’
advertisement
তিনি জোর দিয়ে বলেন ইউনুসের শাসনামলে ঢাকায় ফিরে আসা তার জন্য নিরাপদ হবে না। তাঁর কথায়, আমি বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগগুলি আনার জন্য চ্যালেঞ্জ জানিয়েছি। ইউনূস প্রত্যাখ্যান করেছেন কারণ তারা জানেন যে আইসিসি আমাকে নির্দোষ প্রমাণ করবপে এবং তার সরকারের মানবাধিকার লঙ্ঘনের হতাশাজনক রেকর্ড পরীক্ষা করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 18, 2025 11:45 AM IST









