Diarrhea cases: দূষিত পানীয় জল পান করে ডায়রিয়ার প্রকোপ, হুগলির আরামবাগে অসুস্থ ৩৫
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Diarrhea cases: পানীয় জল খেয়ে ডায়েরিয়ার প্রকোপ, অসুস্থ হয়ে পড়লেন একাধিক মহিলা ও পুরুষ। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এলাকায়। শারিরীক অসুস্থ অবস্থায় ৩৫ জনকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
হুগলি: পানীয় জল খেয়ে ডায়েরিয়ার প্রকোপ, অসুস্থ হয়ে পড়লেন একাধিক মহিলা ও পুরুষ। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এলাকায়। শারিরীক অসুস্থ অবস্থায় ৩৫ জনকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। অসুস্থদের মধ্যে একাধিকজন বয়স্ক মানুষ রয়েছেন। তাঁদের অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরামবাগ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ন’পাড়া ও সুপাড়া এলাকায় বর্তমানে নিকাশী নালা সংস্কারের কাজ চলছে। কিন্তু পানীয় জলের পাইপ লাইন লিক করে জল দূষিত হচ্ছে। আর সেই দূষিত জল পান করেই অসুস্থ হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা বলেই অভিযোগ। রাস্তার পাইপ লাইন জল কেটে জলের পাইপ লাইন ফেটে গিয়ে বমি ও শরীর অসুস্থ হয়ে পড়ছেন। পুর বাসিন্দারা জানিয়েছেন, পানীয় জলের গুনগত মান পরীক্ষা, নিরাপদ জল সরবরাহ, এর পাশাপাশি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
চিকিৎসকেরা জানিয়েছেন, ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পানীয় জল থেকেই অনেকেই অসুস্থ হতে পারেন। বর্তমানে ৩৫ জন রোগীর চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁদের মধ্যে অনেকেই বয়স্ক মানুষ রয়েছেন। তবে সকলের অবস্থা স্থিতিশীল হলেও কয়েকজনের অবস্থা গুরুতর আছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টা দ্রুত সমস্যার সমাধান করা হবে। পাইপ লাইন ফেটে জল দূষিত না অন্যকিছু ব্যাপার তা খতিয়ে দেখা হবে। এলাকায় মেডিক্যাল প্রতিনিধি টিম পাঠানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2025 11:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diarrhea cases: দূষিত পানীয় জল পান করে ডায়রিয়ার প্রকোপ, হুগলির আরামবাগে অসুস্থ ৩৫









