TRENDING:

South Bengal News: ক্লাস এইটের ছাত্রী...তার সঙ্গে যা করেছে তার স্কুল শিক্ষক, মুখে বলার নয়! ক্ষোভে ফেটে পড়ল সবাই

Last Updated:

স্কুলের প্রধান শিক্ষক ও ডি আই-কে লিখিত অভিযোগ করে বিক্ষোভ দেখান স্কুলের অভিভাবকরা। স্কুলের অলিখিত প্রধান শিক্ষক হিসেবে স্কুলে মাতব্বরি চালানোর অভিযোগও রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। আগেও অনেক বহু কুকর্মের রেকর্ড রয়েছে তাঁর নামে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

দক্ষিণবঙ্গ: ঘটনার শুরু দুর্গাপুজোর আগে থেকে৷ স্কুলে পুজোর ছুটি পড়ার আগে অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করে তারই স্কুলের এক শিক্ষক। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছিল এলাকায়৷ আজ, শনিবার স্কুল খোলার দিনই তা নিয়ে বেঁধে গেল তুলকালাম কাণ্ড৷

advertisement

অভিযোগ, ছাত্রীটির আর্থিক অসহায়তার কথা শুনে তাঁকে সাহায্য করার জন্য ডেকেছিলেন তমলুকের জামিট্যা আদর্শ হাই স্কুলের শারীরবিদ্যা বিভাগের শিক্ষক রঞ্জিত ঘোড়াই৷ কিন্তু, সাহায্যের পরিবর্তে তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ৷ যা নিয়ে পুজোর পরেই স্কুল খোলার দিন অভিভাবকরা স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান।

advertisement

আরও পড়ুন: একেবারে পাকিস্তানের ঘাড়ের কাছে ঢুকে…স্যর ক্রিক-এ ভারতের তিন সেনার যুদ্ধমহড়া! আশঙ্কায় পাল্টা চাল চালল ইসলামাবাদ..কবে শুরু?

স্কুলের প্রধান শিক্ষক ও ডি আই-কে লিখিত অভিযোগ করে বিক্ষোভ দেখান স্কুলের অভিভাবকরা। স্কুলের অলিখিত প্রধান শিক্ষক হিসেবে স্কুলে মাতব্বরি চালানোর অভিযোগও রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। আগেও অনেক বহু কুকর্মের রেকর্ড রয়েছে তাঁর নামে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

advertisement

আরও পড়ুন: পর পর ব্লাস্ট…৪৬ লাখ টাকার ২৩৪ টা স্মার্টফোন, জতুগৃহ বানিয়ে দিয়েছিল বাসটাকে! জ্যান্ত পুড়ে গেল ১৯টা মানুষ

অভিযুক্ত শিক্ষক আগেও অনেক শিক্ষিকার সাথে কুকর্ম করেছেন বলে অভিযোগ। এমনকি, এক শিক্ষিকাকে ওষুধের স্ট্রিপ সহ থালা ছুঁড়ে মারা থেকে শুরু করে মহিলা শিক্ষিকাদের গায়ে হাত তোলারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্কুলে অভিযুক্তের কুকর্ম নিয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষককে হুমকির শিকারও হতে হয়েছে বলে অভিযোগ। এদিকে অভিযুক্ত শিক্ষককে বার বার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal News: ক্লাস এইটের ছাত্রী...তার সঙ্গে যা করেছে তার স্কুল শিক্ষক, মুখে বলার নয়! ক্ষোভে ফেটে পড়ল সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল