দক্ষিণবঙ্গ: ঘটনার শুরু দুর্গাপুজোর আগে থেকে৷ স্কুলে পুজোর ছুটি পড়ার আগে অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করে তারই স্কুলের এক শিক্ষক। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছিল এলাকায়৷ আজ, শনিবার স্কুল খোলার দিনই তা নিয়ে বেঁধে গেল তুলকালাম কাণ্ড৷
advertisement
অভিযোগ, ছাত্রীটির আর্থিক অসহায়তার কথা শুনে তাঁকে সাহায্য করার জন্য ডেকেছিলেন তমলুকের জামিট্যা আদর্শ হাই স্কুলের শারীরবিদ্যা বিভাগের শিক্ষক রঞ্জিত ঘোড়াই৷ কিন্তু, সাহায্যের পরিবর্তে তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ৷ যা নিয়ে পুজোর পরেই স্কুল খোলার দিন অভিভাবকরা স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান।
স্কুলের প্রধান শিক্ষক ও ডি আই-কে লিখিত অভিযোগ করে বিক্ষোভ দেখান স্কুলের অভিভাবকরা। স্কুলের অলিখিত প্রধান শিক্ষক হিসেবে স্কুলে মাতব্বরি চালানোর অভিযোগও রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। আগেও অনেক বহু কুকর্মের রেকর্ড রয়েছে তাঁর নামে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
অভিযুক্ত শিক্ষক আগেও অনেক শিক্ষিকার সাথে কুকর্ম করেছেন বলে অভিযোগ। এমনকি, এক শিক্ষিকাকে ওষুধের স্ট্রিপ সহ থালা ছুঁড়ে মারা থেকে শুরু করে মহিলা শিক্ষিকাদের গায়ে হাত তোলারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্কুলে অভিযুক্তের কুকর্ম নিয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষককে হুমকির শিকারও হতে হয়েছে বলে অভিযোগ। এদিকে অভিযুক্ত শিক্ষককে বার বার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।
