Andhra Pradesh Bus Accisent: পর পর ব্লাস্ট...৪৬ লাখ টাকার ২৩৪ টা স্মার্টফোন, জতুগৃহ বানিয়ে দিয়েছিল বাসটাকে! জ্যান্ত পুড়ে গেল ১৯টা মানুষ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাতে বাসটির অ্যালুমিনিয়াম ফ্লোর পর্যন্ত গলে গিয়েছে৷ ভেঙ্কটারমণ বলেন, ‘‘ পোড়া হাড়, ছাই পড়ছিল ওই গলে যাওয়া অ্যালুমিনিয়াম শিট থেকে৷’’
হায়দরাবাদ: সামনে ছিল একটা বাইক৷ তাতে পিছন থেকে এসে ধাক্কা মেরেছিল যাত্রিবাহী একটি বাস৷ সেখান থেকে কীভাবে জ্বলন্ত চুল্লি হয়ে গেল একটা গোটা বাস? উত্তর জানা গেল শনিবার৷ কুর্নুলে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কার্লপ্রিট ছিল ২৩৪টা স্মার্টফোন৷
advertisement
শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে যাত্রিবাহী বাসে দুর্ঘটনায় বাসের ভিতরে আটকে পড়ে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ১৯টা প্রাণ৷ কোনও রকমে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন কয়েকজন৷ কিন্তু, কী ভাবে ঘটল এই ঘটনা?
advertisement
advertisement
ফরেন্সিক বিশেষজ্ঞেরা পুড়ে কঙ্কাল হয়ে যাওয়া বাসটি পরীক্ষা করে জানিয়েছেন, বাসটিতে বেআইনি ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল ২৩৪টি স্মার্টফোন৷ আর আমরা প্রত্যেকেই জানি স্মার্টফোনে থাকে লিথিয়াম ব্যাটারি৷ বাইকের সঙ্গে সংঘর্ষের পরে বাসের তেলের ট্যাঙ্কের মাধ্যমে যে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায়, তাতেই ঘৃতাহুতির মতো কাজ করেছিল এই ২৩৪টা ফোনের ব্যাটারি৷
advertisement
জানা গিয়েছে, হায়দরাবাদের মঙ্গানাথ নামের এক ব্যবসায়ীর তরফে ওই বাসের মাধ্যমে পার্সেলে করে যাচ্ছিল ৪৬ লক্ষ টাকা মূল্যের ওই ২৩৪টি স্মার্টফোন৷ বেঙ্গালুরুর একটি ই-কর্মাস সংস্থায় ফোনগুলিকে বিক্রির জন্য পাঠানো হচ্ছিল৷
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পরে বাইকটি বাসটির সামনের অংশের নীচে আটকে যায়৷ প্রাথমিক ভাবে ধাক্কার জেরে বাসটির ট্যাঙ্ক থেকে জ্বালানির লিকেজ শুরু হয়৷ প্রথম আগুন সেখান থেকেই লাগে৷ আগুন ধরে যায় বাসের সামনের অংশে৷ কিন্তু, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাসের মধ্যে থাকা ফোনের একের পর এক ব্যাটারি বিস্ফোরণে৷
advertisement
অন্ধপ্রদেশের দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল পি ভেঙ্কটারমণই প্রথম এই যাত্রিবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে স্মার্টফোনকে দায়ী করেন৷ এছাড়াও, বাসটির এয়ার কন্ডিশনিং সিস্টেম নিয়ন্ত্রণের জন্য যে ব্যাটারি ছিল, সেটিতেও বিস্ফোরণ হয়৷
advertisement
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাতে বাসটির অ্যালুমিনিয়াম ফ্লোর পর্যন্ত গলে গিয়েছে৷ ভেঙ্কটারমণ বলেন, ‘‘ পোড়া হাড়, ছাই পড়ছিল ওই গলে যাওয়া অ্যালুমিনিয়াম শিট থেকে৷’’
এছাড়া বাসটি যেভাবে তৈরি করা হয়েছিল তাতেও গলদ ছিল অনেক৷ যেমন, লোহার বদলে অ্যালুমিনিয়ামের শিটের ব্যবহার৷ তাতে বাসের ওজন কম হওয়া এবং স্পিড বাড়লেও তা নিরাপদ ছিল না মোটেই৷ কারণ, আপৎকালীন পরিস্থিতিতে সেই অ্যালুমিনিয়াম শিট যাত্রীদের নিরাপত্তা দিতে পারেনি৷ বরং দুর্ঘটনার পরে ক্ষতির মাত্রা কয়েক গুণ করে দিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Andhra Pradesh
First Published :
October 25, 2025 2:31 PM IST

