পৌরসভার কর্মীদের মতে, এতে সমাজের দুঃস্থ, অসহায় মানুষদের কিছুটা হলেও সুবিধা হবে। তাদের সমস্যার কিছুটা সুরাহা হবে। ঠিক তেমনই নিজেদের সামর্থ্য মতো দানের মাধ্যমে গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগও পাওয়া যাবে।
advertisement
চলতি মাসের ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের শুভ সূচনা করবেন সাঁইথিয়া পৌরসভার পুরপ্রধান বিপ্লব দত্ত। সাঁইথিয়া পৌরসভার সূত্রে বলা হয়েছে, রাজ্য নগরোন্নয়ন পর্ষদের নির্দেশেই এই কেন্দ্র খোলা হচ্ছে। আর এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য পুরসভায় একটি ঘর এবং দেখভালের জন্য একজন কর্মী ঠিক করার কাজ চলছে। কেন্দ্রে যাঁরা যা দান করবেন এবং কেন্দ্র থেকে যাঁরা যা নেবেন, তার সম্পূর্ণ তথ্য থাকবে পুরসভার কর্তৃপক্ষর কাছে।
আরও পড়ুনঃ প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনের জায়গা দখলদারি, অবৈধ নির্মাণ গড়ার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
পৌরসভার তরফ থেকে ঠিক করা হয়েছে, পুনরায় ব্যবহারের উপযুক্ত ব্যবহৃত বা অব্যবহৃত সব ধরনের জিনিসই গ্রহণ করা হবে। তার মধ্যে জামাকাপড়, জুতো, বাসনপত্র, বিছানাপত্র, বৈদ্যুতিন যন্ত্রপাতি, শিশুদের খেলনার মতো সবই নেওয়া হবে। সেই জিনিসের প্রয়োজন রয়েছে এমন যে কাউকে তা বিনামূল্যে দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে একজন ব্যক্তিকে এক জনের মতোই প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হবে। কেন্দ্র থেকে সংগ্রহ করা জিনিস কোনও ভাবে বাণিজ্যিক কারণে বা অসৎ কাজের জন্য ব্যবহৃত হলে এবং সেই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।






