Sweet Potol: হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
West Bardhaman News : স্বাদেও অতুলনীয়, দামেও সস্তা! টক ঝাল মিষ্টি স্বাদের অভিনব পটল একবার খেলে খাবেন বারবার।
দুর্গাপুর: হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী৷ শহরের রাজপথের ধারেই বিশেষ স্বাদের ওই পটল ঢেলে বিক্রি করছেন ভিন জেলার কিছু ব্যবসায়ী। ১২০ টাকা কেজি দরে দেদার বিকচ্ছে ওই স্পাইসি পটল। শীতের মৌসুমে চটপটে স্বাদ নিতে অভিনব ওই মুখরোচক পটল কিনতে ভিড় করেছেন শহরবাসী।
তবে এই পটল আদতেই কিন্তু সেই পটল নয়। এটি হল বিশেষ এক প্রকারের বিস্কুট। শহরবাসীর কাছে ওই পটল বিস্কুট একেবারেই নতুন। বীরভূম জেলা থেকে আসা একদল ব্যবসায়ী ওই পটল বিস্কুট সহ হরেক রকমের টোস্ট বিস্কুটের পাশাপাশি কাজু বিস্কুট, বাটার টোস্ট ও লেড়ো বিস্কুটের পসরা নিয়ে বসেছেন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
কেজি দরে বেশ সস্তায় মিলছে ওই রকমারি বিস্কুট বলে দাবি ক্রেতাদের। প্রায় প্রতিটি বাড়িতেই সকালে বিকেলে চা’য়ের সঙ্গে বিস্কুটের একটি সম্পর্ক রয়েছে। এছাড়াও বাড়ি কচিকাঁচাও বিস্কুট খেতে ভালবাসে। তাই সস্তায় মেলায় হুগলির ওই বিস্কুট শহরবাসী কয়েক কেজি করে কিনে নিয়ে যাচ্ছেন৷ দুর্গাপুরের বাজারে এই প্রথমবার পটল বিস্কুট আসায় এর ব্যপক চাহিদা রয়েছে বলে দাবি করেছেন ওই বিস্কুট বিক্রেতারা।
advertisement
তাই স্বাভাবিকভাবেই আকর্ষিত হচ্ছেন শহরবাসী। পাশাপাশি ক্রেতাদের দাবি, দুর্গাপুরের বাজারের টোস্ট বিস্কুট ও যে লেড়ো বিস্কুট মেলে তার থেকে অনেক বেশি সুস্বাদু ও দামেও কম হুগলির ওই সমস্ত বিস্কুট। পাশাপাশি পটল বিস্কুট স্বাদে সেরা। হুগলির পটল বিস্কুট সহ সমস্ত বিস্কুটের স্বাদ অসাধারণ ও অতুলনীয় হওয়ায় বীরভূম জেলার ওই বিস্কুট ব্যবসায়ীরা মারুতি ভ্যানে করে কয়েক কুইন্ট্যাল বিস্কুট নিয়ে শিল্পাঞ্চলে হাজির হয়েছেন।
advertisement
বস্তা বস্তা বিস্কুট শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ঢেলে বিক্রি করছেন।শহরবাসীর ব্যাপক চাহিদা হওয়ায় প্রতিদিন এক থেকে দুই কুইন্ট্যাল বিস্কুট বিক্রি হচ্ছে বলে জানান বিস্কুট বিক্রেতারা।শিল্পশহরে হামেশাই এমন নানান অভিনব আইটেম নিয়ে হাজির হয় ভিন জেলা সহ ভিন রাজ্যের ব্যবসায়ীরা। যা শহরবাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে।
advertisement
দীপিকা সরকার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman,West Bengal
First Published :
December 08, 2025 5:42 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sweet Potol: হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
