TRENDING:

Durga Puja 2025: বালি দিয়ে তৈরি হচ্ছে ৫০ ফুটের মণ্ডপ! নজরকাড়া থিমে এবার পুরুলিয়ায় মেগা হিট ৬ লক্ষ বাজেটের 'এই' পুজো

Last Updated:

পুরুলিয়া জেলার এই দুর্গাপুজো এবার এক অনন্য রূপে সেজে উঠছে। মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা, সবকিছুই তৈরি হচ্ছে নদীর বালি ব্যবহার করে, যা এবার এই পুজোর মূল আকর্ষণ হতে চলেছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের সোনাথলী সার্বজনীন দুর্গাপুজো এবার এক অনন্য রূপে সেজে উঠছে। মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা, সবকিছুই তৈরি হচ্ছে নদীর বালি দিয়ে, যা এবার এই পুজোর মূল আকর্ষণ হতে চলেছে। পরিবেশবান্ধব এই ভাবনা শুধু শিল্পসৌন্দর্যই নয়, সচেতনতার বার্তাও বহন করছে। পাশাপাশি সোনাথলী সার্বজনীন দুর্গাপুজোর এবছর মণ্ডপ নির্মাণে বিশেষ থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘দিঘার জগন্নাথ মন্দির’কে।
advertisement

ঐতিহ্য আর আধুনিক চিন্তার মেলবন্ধনে ২৯ তম বর্ষের এবারের এই পুজো দর্শনার্থীদের কাছে এক নতুন আঙ্গিকে ধরা দিতে চলেছে। মণ্ডপের কাঠামো থেকে শুরু করে প্রতিমার গঠন, সব কিছুতেই থাকছে বালির নিপুণ ব্যবহার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই গোটা থিম বাস্তবায়নের পিছনে নেই কোনও পেশাদার শিল্পী বা বাইরের কারিগর। পুজো কমিটির সদস্যরাই নিজেদের ভাবনা, পরিকল্পনা ও শ্রম দিয়ে তৈরি করছেন এই অসাধারণ শিল্পকর্ম। একেবারে ঘরোয়া উদ্যোগেই গড়ে তোলা হচ্ছে এই বালির মণ্ডপ।

advertisement

আরও পড়ুন: কৃষিকাজে নতুন দিশা, মিলবে দীর্ঘমেয়াদি লাভ! শুধু জানতে সঠিক পদ্ধতি, সেটাই দেখাল সংস্থা

View More

পুজো কমিটির সদস্য সুমিত দত্ত, স্বাধীন মিশ্র ও স্নেহাশীষ ঘোষ জানান, “প্রতিবছরই আমরা দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছর সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় থাকছে এই অনন্য মণ্ডপ। কাশীপুরের দারকেশ্বর নদীর বালি দিয়ে নির্মিত হচ্ছে এই বিশাল মণ্ডপটি, যা প্রায় ৫০ ফুট উচ্চতার। এবারের পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

সোনাথলী সার্বজনীন দুর্গাপুজো এই বছর পরিবেশবান্ধব বার্তা এবং গৃহনির্মিত শিল্পের এক অনন্য সংমিশ্রণে গড়ে উঠছে। যা প্রমাণ করতে চলেছে, সৃজনশীলতা এবং ইচ্ছাশক্তি থাকলে সীমিত সম্পদেও সৃষ্টি করা যায় ব্যতিক্রমী কিছু।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বালি দিয়ে তৈরি হচ্ছে ৫০ ফুটের মণ্ডপ! নজরকাড়া থিমে এবার পুরুলিয়ায় মেগা হিট ৬ লক্ষ বাজেটের 'এই' পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল