পুরুষ মানেই ইলেকট্রিকের কাজ করবে। সে ক্ষেত্রে বরাবরই পিছিয়ে থাকে নারীরা। তবে এবার পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে এসেছে মেয়েরাও। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকার এসএইচজি গ্রুপের মহিলারা দলবদ্ধ হয়ে অবসর সময়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের এলইডি বাল্ব। কলকাতা থেকে কাঁচামাল কিনে এনে বাড়িতেই তৈরি করছেন এই বাল্ব। তিনি বাল্ব থেকে প্রদীপ, গ্যারান্টি কিংবা নন গ্যারান্টি বাল্ব থেকে সোলার চার্জার লাইট সবই তৈরি করছেন তারা। কেউ করছেন সার্কিট, কেউ আবার বাঁধছেন তার, কেউ প্যাকেজিং প্রতিদিনই ব্যস্ততা থাকে এই মহিলাদের মধ্যে।
advertisement
আরও পড়ুন: শীতের রাতে দল বেঁধে ২৫ হাতির হানা! মরতে মরতে বাঁচলেন মা-ছেলে, হাড় হিম কাণ্ড ঝাড়গ্রামে
পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক ব্লকের আটটি গ্রামের প্রায় ৯০ জন মহিলা যুক্ত এই কাজের সঙ্গে। বেজদা, গানপাদা, কাকরাজিৎ, কাজীপাড়া, ধলহরা, জয়রামপুর, মকমলপুর এবং কৃষ্ণপুরের একাধিক মহিলা যুক্ত এই এলইডি বাল্ব প্রস্তুতির সঙ্গে। কলকাতা সেবা কেন্দ্রের উদ্যোগে একাধিক মহিলা এই বাল্ব তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। কাঁচামাল কেনা থেকে বিক্রিতেও সহায়তা করে এই সেবা কেন্দ্র। কলকাতার এই সেবা কেন্দ্রের উদ্যোগে স্ব-সহায়ক দলের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় বেশ কয়েক বছর আগে। সামান্য কয়েকজন প্রশিক্ষণ নিলেও এখন তারা শিখিয়েছেন প্রায় ৫০ এরও বেশি মহিলাকে। যারা প্রতি মাসে রোজগার করছেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বাভাবিকভাবে শুধু সাংসারিক কাজ করা নয়, পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে বাড়ির মহিলারা। বাড়ির অবসর সময়ে ইলেকট্রিক এই বাল্ব তৈরি করে একদিকে যেমন স্বনির্ভর হয়েছেন, তেমনই গ্রামের অন্যান্য মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা।





