Money Making Tips: সামান্য ট্রেনিংয়ে অবসর সময়ে আয়ের নয়া দিশা! মেদিনীপুরের ৮ গ্রামের মহিলারা বানাচ্ছেন LED বাল্ব, ট্রাই করে দেখতে পারেন আপনিও

Last Updated:

West Medinipur Money Making Tips: শুধু সাংসারিক কাজ করা নয়, পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে বাড়ির মহিলারা। বাড়ির অবসর সময়ে ইলেকট্রিক এই বাল্ব তৈরি করে একদিকে যেমন স্বনির্ভর হয়েছেন, তেমনই গ্রামের অন্যান্য মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা।

+
এলইডি

এলইডি বাল্ব তৈরি করছেন মহিলারা

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাড়িতে থেকে সংসার সামলানো, কিংবা সারা জীবন গৃহবধূ হয়ে কাটিয়ে দেওয়া নয়, এবার স্ক্রু ড্রাইভার, তার, বাল্ব, তাঁতাল নিয়ে সকাল থেকে সন্ধ্যা কাজ। অবসরে যখন সময় মেলে বসে পড়া এই সকল জিনিস নিয়ে। পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে কাঁধে কাঁধ রেখে বাড়ির মহিলারা। অবসর সময়ে তৈরি করছেন এই জিনিস। বিভিন্ন ভ্যারাইটির লাইট তৈরি করে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বেশ কয়েক বছর ধরে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে স্ব-সহায়ক দলের মহিলারা। কলকাতায় প্রশিক্ষণ নিয়ে একাধিক গ্রামে শুরু হয়েছে বিভিন্ন ধরনের বাল্ব তৈরি। স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে পাইকারি দরে বিক্রি করে প্রতিমাসে মিলছে রোজগার। বাড়ির সাংসারিক কাজ সামলে অবসর সময়ে ভাল রোজগারের দিশা দিচ্ছে এই বাল্ব তৈরি।
পুরুষ মানেই ইলেকট্রিকের কাজ করবে। সে ক্ষেত্রে বরাবরই পিছিয়ে থাকে নারীরা। তবে এবার পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে এসেছে মেয়েরাও। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকার এসএইচজি গ্রুপের মহিলারা দলবদ্ধ হয়ে অবসর সময়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের এলইডি বাল্ব। কলকাতা থেকে কাঁচামাল কিনে এনে বাড়িতেই তৈরি করছেন এই বাল্ব। তিনি বাল্ব থেকে প্রদীপ, গ্যারান্টি কিংবা নন গ্যারান্টি বাল্ব থেকে সোলার চার্জার লাইট সবই তৈরি করছেন তারা। কেউ করছেন সার্কিট, কেউ আবার বাঁধছেন তার, কেউ প্যাকেজিং প্রতিদিনই ব্যস্ততা থাকে এই মহিলাদের মধ্যে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক ব্লকের আটটি গ্রামের প্রায় ৯০ জন মহিলা যুক্ত এই কাজের সঙ্গে। বেজদা, গানপাদা, কাকরাজিৎ, কাজীপাড়া, ধলহরা, জয়রামপুর, মকমলপুর এবং কৃষ্ণপুরের একাধিক মহিলা যুক্ত এই এলইডি বাল্ব প্রস্তুতির সঙ্গে। কলকাতা সেবা কেন্দ্রের উদ্যোগে একাধিক মহিলা এই বাল্ব তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। কাঁচামাল কেনা থেকে বিক্রিতেও সহায়তা করে এই সেবা কেন্দ্র। কলকাতার এই সেবা কেন্দ্রের উদ্যোগে স্ব-সহায়ক দলের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয় বেশ কয়েক বছর আগে। সামান্য কয়েকজন প্রশিক্ষণ নিলেও এখন তারা শিখিয়েছেন প্রায় ৫০ এরও বেশি মহিলাকে। যারা প্রতি মাসে রোজগার করছেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বাভাবিকভাবে শুধু সাংসারিক কাজ করা নয়, পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে বাড়ির মহিলারা। বাড়ির অবসর সময়ে ইলেকট্রিক এই বাল্ব তৈরি করে একদিকে যেমন স্বনির্ভর হয়েছেন, তেমনই গ্রামের অন্যান্য মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: সামান্য ট্রেনিংয়ে অবসর সময়ে আয়ের নয়া দিশা! মেদিনীপুরের ৮ গ্রামের মহিলারা বানাচ্ছেন LED বাল্ব, ট্রাই করে দেখতে পারেন আপনিও
Next Article
advertisement
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
  • নেতাজি ইন্ডোরে সভায় মাইক বিভ্রাটে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেন

  • ভোটার তালিকা সংশোধনে অস্পষ্টতা, ৫৮ লক্ষ নাম বাদ পড়া ও আরও দেড় কোটি বাদ দেওয়ার অভিযোগ তোলেন

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা ও সতর্ক বার্তা দেন মমতা

VIEW MORE
advertisement
advertisement