পিকনিকে আসা এক গ্রামবাসী মোহাম্মদ মতিউর রহমান জানান, “গ্রামে কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই পক্ষের মধ্যে। বিবাদের জেরে উত্তেজনাও দেখা দিয়েছিল একাধিকবার। শুধু তাই নয়, আইনি পথেও লড়াই চলছিল জমি মালিকদের। তবে অবশেষে সেই সমস্ত রকম বিবাদের সুরাহা হয় গ্রামেই। দীর্ঘদিন ধরে জটিলতায় আটকে থাকা প্রায় ৭ বিঘা জমি সংক্রান্ত বিবাদের সমঝোতা করেন গ্রামবাসীরা মিলে।
advertisement
আরও পড়ুন: মডেলিংয়ে কেরিয়ার গড়ার বিরাট সুযোগ, অপেক্ষা করছে অঢেল আয়! স্বপ্নপূরণের ঠিকানা এবার পুরুলিয়া
তাই এদিন গ্রাম সহ আশেপাশের গ্রামের প্রায় এক হাজার মানুষকে নিয়ে পিকনিকের আয়োজন করা হয়। এক জমি মালিক আরজাউল হক জানান, “গ্রামে থাকা প্রায় ৭ বিঘা বাগান নিয়ে ঝামেলা চলছিল তাঁদের। দীর্ঘ আইনি লড়াই থেকে থানা পুলিশ। কোনওভাবেই ঝামেলার সুরাহা বের হচ্ছিল না। অবশেষে গ্রামবাসীরা মিলে জমি সংক্রান্ত বিবাদের সমঝোতা করে দেন। দুই পক্ষের সমঝোতা করে জমি সংক্রান্ত বিবাদ মিটেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যার কারণে গ্রামের বাসিন্দাদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছে। মানুষ আনন্দ উপভোগ করে পিকনিকে অংশগ্রহণ করেছেন খুব ভাল লাগছে।” দুই পক্ষের সমঝোতার পর গ্রামবাসীদের নিয়ে বিবাদিত জমিতেই আয়োজন করা হয় পিকনিকের। এদিন জমি বিবাদ মিটিয়ে পিকনিকের আনন্দ উল্লাসে ভাসেন গ্রামবাসীরা। বর্তমানে যেখানে দেখা দেয় জমি বিবাদ কেন্দ্র করে হানাহানি মারামারি। সেই জায়গায় দাঁড়িয়ে মালদহের এই গ্রামের এমন চিত্র সত্যি খুব প্রশংসনীয় বলে অভিমত অনেকের।





