Modelling Training: মডেলিংয়ে কেরিয়ার গড়ার বিরাট সুযোগ, অপেক্ষা করছে অঢেল আয়! স্বপ্নপূরণের ঠিকানা এবার পুরুলিয়া
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia Modelling Training: পুরুলিয়ায় শুরু হল মডেলিং প্রশিক্ষণ। এমন সুযোগ পেয়ে জেলার যুবক যুবতীদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের বুকে এই প্রথমবারের মত শুরু হল মডেলিং প্রশিক্ষণ। যা শহর তথা জেলার জন্য এক অভিনব ও গর্বের উদ্যোগ। শহরের কেন্দ্রে এমন ব্যতিক্রমী প্রশিক্ষণের সুযোগ পেয়ে জেলার যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া জেলার খ্যাতনামা মডেল রিক হাজরার উদ্যোগে শুরু হওয়া এই প্রশিক্ষণে কিডস, মেল ও ফিমেল, সব বিভাগেই বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করছেন।
ছোট থেকে বড়, সকলেই আগ্রহের সঙ্গে মডেলিংয়ের নানা কৌশল রপ্ত করে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন। রঘুনাথপুর শহরের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন দিগন্তের সূচনা। মডেলিং প্রশিক্ষণে অংশ নেওয়া কলেজছাত্রী বৃষ্টি কর্মকার, প্রিয়সি পরামানিক সহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, “এর আগে পুরুলিয়া জেলায় সেভাবে মডেলিং শেখার কোনও সুব্যবস্থা ছিল না। জেলার মধ্যেই এমন প্রশিক্ষণ শুরু হওয়ায় আমারা অত্যন্ত খুশি। এই মডেলিং প্রশিক্ষণে আমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারব।
advertisement
আরও পড়ুন: কঠিন রোগে ‘এইসব’ গাছ কাজ করবে ম্যাজিকের মতো, হাসপাতালের সামনে বিরাট বাগান! মথুরাপুরে নতুন চমক
অন্যদিকে প্রশিক্ষণরত ছেলেমেয়েদের অভিভাবকেরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, “পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের মাধ্যমে ছেলেমেয়েদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও স্মার্টনেস বৃদ্ধি পাবে।” অন্যদিকে প্রশিক্ষক রিক হাজরা বলেন, “নিজের জেলার ছেলে-মেয়েদের মডেলিংয়ের প্রশিক্ষণ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আমি চাই পুরুলিয়া জেলার তরুণ-তরুণীরা মডেলিং ক্ষেত্রেও নিজেদের দক্ষতা প্রমাণ করুক এবং বড় মঞ্চে পৌঁছাক।” সবমিলিয়ে রঘুনাথপুর শহরের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যতে এই প্রশিক্ষণ জেলার তরুণ প্রতিভাদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এমনটাই আশাবাদী সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 22, 2025 1:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Modelling Training: মডেলিংয়ে কেরিয়ার গড়ার বিরাট সুযোগ, অপেক্ষা করছে অঢেল আয়! স্বপ্নপূরণের ঠিকানা এবার পুরুলিয়া







