কৃষিকাজে নতুন দিশা, মিলবে দীর্ঘমেয়াদি লাভ! শুধু জানতে সঠিক পদ্ধতি, সেটাই দেখাল সংস্থা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত সামগ্রিক সরাসরি ক্রয় করবে নামি-দামি সংস্থা , অভিনব উদ্যোগ পুরুলিয়ায়!
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: মজবুত ও জলবায়ু সহনশীল কৃষি কাজের লক্ষ্যে কৃষকদের নতুন পথের দিশা দেখাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কোন পদ্ধতিতে কৃষি কাজ করলে দীর্ঘমেয়াদি ফল লাভ করতে পারবে কৃষকের সে বিষয়ে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ বিস্তর আলাপ আলোচনা চলে। এছাড়াও বায়ার ও সেলার মিটেরও আয়োজন করা হয়। এর ফলে কৃষকদের পাশাপাশি উপকৃত হন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারাও।
এ বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের জেনারেল ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী বলেন, জলবায়ু ভিত্তিক উন্নত কৃষিকাজের লক্ষ্যে তারা প্রতিনিয়ত কাজ করছেন। এই বায়ার সেলার মিট হওয়ার ফলে কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে সরাসরি ক্রেতাদের সমন্বয় স্থাপন হয়েছে। এর ফলে ১৯-টি লেটার অফ ইন্টারেস্ট স্বাক্ষরিত হয়েছে যার পরিমাণ প্রায় দু’কোটি।
আরও পড়ুন: পুজোর আগে ধপাস করে পড়ল পদ্মের দাম, জানুন কত? আহ্লাদে আটখানা পুজো উদ্যোক্তারা, মাথায় হাত চাষিদের!
advertisement
advertisement
এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বলেন, এই স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় তারা উন্নতমানের কৃষি কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। এর ফলে তারা আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হতে পেরেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে বাণিজ্যিকভাবেও সাবলম্বী হতে পারে তার জন্য এগিয়ে এসেছে এই সংস্থা। ইতিমধ্যেই বেশ কিছু ফসল উৎপাদনের ক্ষেত্রে তারা সফলতা পেয়েছেন। আগামীদিনের মজবুত ও জলবায়ু ভিত্তিক কৃষিকাজেও তারাও উপকৃত হবেন এমনটাই আশা রাখা যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 9:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৃষিকাজে নতুন দিশা, মিলবে দীর্ঘমেয়াদি লাভ! শুধু জানতে সঠিক পদ্ধতি, সেটাই দেখাল সংস্থা