Lotus Cultivation: পুজোর আগে ধপাস করে পড়ল পদ্মের দাম, জানুন কত? আহ্লাদে আটখানা পুজো উদ্যোক্তারা, মাথায় হাত চাষিদের!
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
পাইকারি বাজারে পদ্মফুলের দাম এতটাই কমেছে যে চাষের খরচ কোনওভাবেই ওঠানো সম্ভব নয়। ফলে নষ্ট হচ্ছে সারা বছরের শ্রম আর পরিশ্রম।
পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের বৈদ্যপুর ভুরকুন্ডো সহ আশপাশের এলাকায় পদ্ম চাষিদের মাথায় হাত পড়েছে পুজোর আগে। অতিরিক্ত চাষ হওয়ার কারণে বাজারে সঠিক দাম মিলছে না। যার ফলে উৎসবের মুখে চাষিদের চিন্তা বেড়েই চলেছে। তবে আহ্লাদে আটখানা পুজো উদ্যোক্তারা। কেননা, তাদের এবার পদ্মফুলের পিছনে খরচ যেমন কমবে, তেমনই পদ্ম খুঁজতে হয়রানিও কমবে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
advertisement