ছটের বাজার প্রসঙ্গে পুরুলিয়ার ফল ব্যবসায়ীরা জানান, ফলের দাম কিছুটা বেড়েছে। অন্যান্য বছর ফলের দাম যা থাকে এ বছর তার থেকে একটু বেশি। কলার কাঁদির ব্যাপক চাহিদা আছে। বড় কলার কাঁদির দাম ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত উঠছে। আর ছোট কলার কাঁদি ৩০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম বাড়লেও ক্রেতারা দেদার কেনাকাটা করছেন।
advertisement
আরও পড়ুন: বন্ধুর শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে আর ফেরেননি, শেষে নদী থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ
ছট্টি মাইয়ার আরাধনা করা হয় ছট পুজোয়। সূর্যদেবকে সন্তুষ্ট করতেই এই পুজো করে থাকেন ছট ব্রতীরা। তিন দিন উপোস থাকার পর সূর্য দেবের উদ্দেশ্যে পুজো দিয়ে ছট পালন করেন তাঁরা।
এই পুজোয় নিয়ম অনেকটাই কঠিন। তাই নিষ্ঠার সঙ্গে সূর্যের আরাধনা করেন ছট ব্রতীরা। ছট পুজোর সময় ফলের যথেষ্ট চাহিদা থাকে। তাই দাম বৃদ্ধি হয় এই সময়। এটা প্রতিবছরের বিষয়। তাই বেশিরভাগ ভক্তই খুব একটা বিচলিত হচ্ছেন না।
শর্মিষ্ঠা ব্যানার্জি