মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের জলঙ্গি থানার কুটির মাঠ এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রির আগেই এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশি তৈরি পাইপ গান ও দু’রাউন্ড গুলি। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম পিন্টু মণ্ডল। তার বাড়ির জলঙ্গি থানার টিকরবাড়িয়া এলাকায়। ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র বিক্রির কাজ করত বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: তুলির আঁচড়ে বেঁচে আছে উত্তরবঙ্গের বিশ্বাস ও সংস্কৃতি
অন্যদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কুমরিপুর এলাকার বাসিন্দা মনজুর আলিকে (৩৪) কেবলরামপুর এলাকার একটি ওয়েটিং রুমে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ সেখানে হানা দিয়ে তাকে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পয়েন্ট ৩০৩ বোরের রাইফেল ও দুটি গুলি। বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এদিকে পুলিশি জেরায় নতুন তথ্য উঠে এসেছে। তদন্তের সূত্র ধরে মনজুর আলির বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় একটি ওয়ান-শটার পিস্তল ও এক রাউন্ড গুলি । পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপরদিকে মঙ্গলবার রাতে রানিনগর থানার পুলিশ রানিনগরের মোহনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে বাপ্পা মণ্ডল ওরফে বুলেট নামে একজনকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।