Mini Football Tournament: জয়নগরের মিনি ফুটবল টুর্নামেন্টে 'ডবল চারচাকা ধামাকা'! ১৬ দলের হাড্ডাহাড্ডি লড়াই, গ্যালারিতে উপচে পড়া ভিড়

Last Updated:

Jaynagar Mini Football Tournament: জয়নগরে দু'দিন ব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। যার প্রথম এবং দ্বিতীয় পুরস্কারে ছিল চারচাকা গাড়ি। মোট ১৬ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।

+
জয়নগর

জয়নগর মিনি ফুটবল টুর্নামেন্ট

দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: জয়নগরে দু’দিন ব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। যার প্রথম পুরস্কার একটি চারচাকা গাড়ি। দ্বিতীয় পুরস্কারও একটি চারচাকা। এছাড়াও আরও আকর্ষণীয় পুরস্কার ছিল। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচকে স্কুটি ও টুর্নামেন্টের সেরাকে একটি মোটরসাইকেল তুলে দেওয়া হয়েছে। আরও কত কিছু।
দু’দিনের রবার বল খেলার আয়োজন জয়নগরে। খেলার প্রতি আকর্ষণ বাড়াতে প্রবল শীতেই জয়নগরের বিভিন্ন এলাকায় মিনি ফুটবল খেলার প্রতিযোগিতা চলছে। দু’দিনের মিনি ফুটবল খেলা প্রতিযোগিতা সম্পন্ন হল। একতা কাপের আয়োজন করা হয়েছিল জয়নগর থানার উওর দূর্গাপুর অঞ্চলের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ আপনার পুরনো পোশাক হোক অন্যের সম্বল! আলিপুরদুয়ারে খোলা হল ‘মানবতার দেওয়াল’, কাউন্সিলরের মানবিক উদ্যোগের জয়জয়কার
জয়নগর থানার মিত্রগঞ্জে এই খেলার সূচনায় উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক ও জয়নগর থানার আই সি জয়নগর ১ নং বিডিও-সহ আরও অনেকে। খেলা শরীরচর্চার বড় মাধ্যম। আর খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের প্রতিযোগিতার দরকার আছে। এদিন বিধায়ক ও জয়নগর থানার আইসি ফুটবলে শট মেরে প্রতিযোগিতার সূচনা করেন। মোট ১৬ দলের এই খেলায় দক্ষিন ২৪ পরগণা, হাওড়া, উওর ২৪ পরগনা, মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলা ভিত্তিক ৩১’তম তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ! প্রতিভাবান খেলোয়াড়দের সন্ধান, রাজ্য ও জাতীয় স্তরে বড় সুযোগের হাতছানি
দক্ষিন ২৪ পরগনার জেলার মধ্যে ‌সবচেয়ে বড় এই প্রতিযোগিতা, দাবি উদ্যোক্তাদের। আর এই খেলা দেখতে শুধুু এই জেলা নয় অন্যান্য জেলা থেকেও ফুটবলপ্রেমীরা আসেন। ফাইনাল ম্যাচ উপভোগ করতে আসেন বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুই দলের হাতে পুরস্কার-সহ বিশেষ ট্রফি তুলে দেওয়া হয়। ছিল ডবল চারচাকা ধামাকা। যার প্রথম পুরস্কার একটি চারচাকা ও দ্বিতীয় পুরস্কারও একটি চারচাকা। এছাড়াও বিভিন্ন খেলোয়াড়কে একাধিক পুরস্কার দেওয়া হয়। এই খেলাকে ঘিরে এলাকা যেন জমজমাট মেলার আকার ধারণ করে।
advertisement
এই খেলার ফাইনালে অজয় লাল্টু বিগ্রেড ও দেবজিত ওয়াটার প্রুফ মুখোমুখি হয়। বিজয়ী হন অজয় লাল্টু বিগ্রেড।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mini Football Tournament: জয়নগরের মিনি ফুটবল টুর্নামেন্টে 'ডবল চারচাকা ধামাকা'! ১৬ দলের হাড্ডাহাড্ডি লড়াই, গ্যালারিতে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement