Alipurduar News: আপনার পুরনো পোশাক হোক অন্যের সম্বল! আলিপুরদুয়ারে খোলা হল 'মানবতার দেওয়াল', কাউন্সিলরের মানবিক উদ্যোগের জয়জয়কার

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ার শহরের সারদাপল্লী এলাকায় একটি ছোট ঘরে খোলা হল ক্লোথ ব্যাঙ্ক। যার নাম দেওয়া হয়েছে মানবতার দেওয়াল। গরিব, দুঃস্থদের জন্য পুরনো জামাকাপড় রাখা থাকবে এখানে।

+
আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ারে খোলা হল ক্লোথ ব্যাঙ্ক

আলিপুরদুয়ার, অনন্যা দে: একটি ছোট ঘর। খোলা থাকছে সব সময়। ঘরের সামনে গেলেই দেখা যাচ্ছে প্রচুর জামা কাপড়। আলিপুরদুয়ার শহরের সারদাপল্লী এলাকায় এই ছোট ঘরটির নাম দেওয়া হয়েছে মানবতার দেওয়াল। জানা যায়, সারাবছর খোলা থাকবে এই ঘরটি।
মানবতার দেওয়াল চালু করেছেন আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দেবনাথ। আলিপুরদুয়ার শহরে বিভিন্ন সময় নানান ভূমিকায় দেখা গিয়েছে তাকে। এবারে তিনি ক্লোথ ব্যাঙ্ক চালু করার উদ্যোগ নিলেন। আলিপুরদুয়ার শহরে এটি অন্যতম একটি উদ্যোগ।
আরও পড়ুনঃ সচেতনতার পথে সাপুড়েরা, বংশপরম্পরার সাপ খেলা ছেড়ে ভিক্ষাবৃত্তি! বদলে যাচ্ছে পুরুলিয়ার ডুংরি কলোনির জীবন
তাঁর কথাতে, আলিপুরদুয়ার শহরের বিভিন্ন স্থানে তিনি এলাকাবাসীকে দেখেছেন পুরনো কাপড় নোংরার সঙ্গে ফেলে দিতে। অথচ সেই কাপড় অনায়াসেই কেউ ব্যবহার করতে পারত। তিনি অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন ক্লোথ ব্যাঙ্ক চালু করার, অবশেষে তিনি সফল হয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলা ভিত্তিক ৩১’তম তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ! প্রতিভাবান খেলোয়াড়দের সন্ধান, রাজ্য ও জাতীয় স্তরে বড় সুযোগের হাতছানি
সারদাপল্লীর একটি ছোট ঘরে তিনি চালু করেছেন এই ক্লোথ ব্যাঙ্ক। তিনি শহরবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, পুরোনো কাপড় না ফেলে দিয়ে এই ঘরে এনে রেখে দিতে। এই কাজের জন্য আলাদা কোনও নিয়মের মধ্য দিয়ে যেতে হবে না তাদের। কারও জামাকাপড় একটু ছিঁড়ে গেলেও তা নেওয়া হবে। পরবর্তীতে তা সেলাই করে রাখা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শান্তুনু দেবনাথ আরও জানান, “শীত জাঁকিয়ে পড়েছে। যারা হত দরিদ্র তাঁদের গায়ে এই শীতেও গরম কাপড় দেখা যায় না। তাদের জন্যই এই মানবতার দেওয়াল। আমরা হাতে তুলে দিচ্ছি না। শুধু বলছি যার যখন জামাকাপড়ের প্রয়োজন হবে তখন এই ঘর ঘুরে তা নিতে পারবে।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: আপনার পুরনো পোশাক হোক অন্যের সম্বল! আলিপুরদুয়ারে খোলা হল 'মানবতার দেওয়াল', কাউন্সিলরের মানবিক উদ্যোগের জয়জয়কার
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement