Money Making Tips: একদিনের অনলাইন কোর্সেই ঘুরল ভাগ্যের চাকা! আজ বাড়ি বসে কামাচ্ছেন সাগরের তরুণী, দিশা দেখাচ্ছেন অন্যদেরও
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Money Making Tips: মামণি দাসের এই গল্প শুধুমাত্র সাফল্যের নয়। এটি আত্মনির্ভরতা, পরিশ্রম এবং নিজের স্বপ্নকে সত্যি করার লক্ষ্যে এগিয়ে চলার কাহিনীও বটে। তাঁর হাতে তৈরি কেকের মতোই এই গল্প যেমন মিষ্টি, তেমনই অনুপ্রেরণাময়।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ কেক প্রেমে মজে সাগরের মামণি দাস পথ দেখাচ্ছেন অন্যদের। কেকের প্রতি ছিল তীব্র নেশা। সেই নেশাকে পেশায় পরিণত করে গ্রামের অন্যান্য যুবক-যুবতীদের উৎসাহিত করছেন তিনি।
মামণি নিজে যেমন কেক খেতে ভালবাসতেন। তেমনই দেশের অন্যান্য রাজ্যে কী ধরণের কেক তৈরি হচ্ছে সেটাও অনলাইনে দেখতেন। সেগুলি তৈরি করার চেষ্টা করতেন। কিন্তু প্রথম প্রথম ঠিকভাবে হত না সেই কাজ। তা সত্ত্বেও তিনি থেমে যাননি। একদিনের একটি অনলাইন কোর্স করে কেক তৈরির বেসিক জিনিস শেখেন। তারপর থেকে বাড়িতেই তৈরি করছেন কেক। এখন তিনি নিজে প্রশিক্ষণ দেন।
advertisement
আরও পড়ুনঃ ফ্রি-তে ঘুরে দেখুন মিউজিয়াম! অবসরপ্রাপ্ত শিক্ষকের তাক লাগানো কালেকশন, দুষ্প্রাপ্য জিনিসে ভর্তি বাড়ির সংগ্রহশালা
কেউ কেক তৈরি করতে চাইলে তাঁকে পরামর্শ দেওয়া থেকে নতুন উদ্যোগকে স্বাগত জানানো, সবকিছুতে গঙ্গাসাগরের যুবক-যুবতীদের কাছে আইকন হয়ে উঠেছেন মামণি। তিনি আবার সাগরে তৈরি করেছেন কেক লাভার। সেখানে রয়েছেন অনেকেই।
advertisement
advertisement
সামনেই বড়দিন সহ একাধিক অনুষ্ঠান রয়েছে। সেখানে মামণির তৈরি কেক যাবে। তাঁর হাতে তৈরি কেকের স্বাদও খুব সুন্দর। তিনি জানান, প্রথমে একাই শুরু করেছিলেন পথচলা। সবাই যদি এভাবেই নিজের পছন্দের জিনিসকে পেশায় পরিণত করেন, তাহলে সমাজ অনেক বদলে যাবে বলে মনে করেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে কেক প্রেমী মামণি যেভাবে কেক-কেই জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছেন তাতে আশ্চর্য হয়েছেন অনেকেই। নিজের কেকের এই কর্মকাণ্ড আরও বড় করতে চান তিনি। সেই লক্ষ্যেই কাজ করছেন। তাঁর সঙ্গে এখন অনেকেই জুড়েছেন। তাঁর সাফল্যে খুশি পরিবারের লোকজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 16, 2025 4:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Money Making Tips: একদিনের অনলাইন কোর্সেই ঘুরল ভাগ্যের চাকা! আজ বাড়ি বসে কামাচ্ছেন সাগরের তরুণী, দিশা দেখাচ্ছেন অন্যদেরও






