West Medinipur News: ফ্রি-তে ঘুরে দেখুন মিউজিয়াম! অবসরপ্রাপ্ত শিক্ষকের তাক লাগানো কালেকশন, দুষ্প্রাপ্য জিনিসে ভর্তি বাড়ির সংগ্রহশালা
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
West Medinipur News: প্রাচীন দিনে ব্যবহৃত গ্যাসলাইট, বিভিন্ন লাইট, বিবর্তিত নানা ক্যামেরা, নানা ধরনের বাদ্যযন্ত্র সহ একাধিক প্রাচীন সামগ্রী এখানে রয়েছে। সেই সঙ্গেই আছে বিভিন্ন দেশের প্রায় শতাধিক কয়েন, নোট।
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ পুরনো দিনের ল্যাম্প, হ্যারিকেন, গ্রামোফোন, ছোট টিভি থেকে টেপ রেকর্ডার, সিডি ক্যাসেট, একতারা-দোতারা হয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের শিকার করার জন্য ব্যবহৃত নানা অস্ত্রশস্ত্র। কী নেই এখানে! টাকা খরচ করে বিভিন্ন মিউজিয়ামে যাওয়ার প্রয়োজন নেই। একদম বিনামূল্যে নিজে কিংবা বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদের পুরনো দিনের নানা জিনিস সম্পর্কে সম্মুখ ধারণা দেওয়া যাবে এখানে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বেশ কয়েক বছর ধরেই নিজের বাড়িতে সংরক্ষণ করেছেন বিভিন্ন পুরনো জিনিস।
শুধু তাই নয়, বিভিন্ন পুরনো নোট-কয়েন এমনকি দেশ ও বিদেশের একাধিক ব্যবহৃত জিনিস সংরক্ষণ করে রেখেছেন তিনি। সংখ্যাটা বেশ কয়েকশো। ছাত্রছাত্রী কিংবা সাধারণ মানুষকে এইসব দেখিয়ে তিনি যেমন একদিকে আনন্দ পান তেমনই তাঁর সংরক্ষণের নেশা অবসরযাপনে সহায়তা করে।
আরও পড়ুনঃ বড়দিনের বাজারে বড় চমক! গাড়ি-বাড়ি থেকে কার্টুন কেক, রঘুনাথপুরের দোকানে হু হু করে বিক্রি
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের জাহালদা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল জানা। স্কুলজীবন এবং শিক্ষকতা জীবনে এই সকল জিনিস সংরক্ষণ করেছেন তিনি। এক এক করে সেই সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকশো। তালপাতার পুঁথি থেকে প্রাচীন নানা সামগ্রী সংরক্ষণ করে নিজের বাড়িতেই সাজিয়ে রেখেছেন কানাইলালবাবু। বিনামূল্যে সাধারণ মানুষকে তা দেখান তিনি। প্রাচীন দিনের বাদ্যযন্ত্র নিয়ে গানও শোনান সকলকে। সম্পূর্ণ বিনামূল্যে ঘুরে দেখতে পারেন এই মিউজিয়াম।
advertisement
advertisement
শিক্ষকতা জীবন থেকে অবসর নেওয়ার পর নিজের একটা রুমকে আস্ত মিউজিয়ামে বানিয়ে তুলেছেন এই প্রাক্তন শিক্ষক। সেখানে প্রাচীন দিনে ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। বল্লম, নানা ছুরি, দোয়াত-কালি, বিভিন্ন বোতল, টর্চলাইট, পশুদের শিং দিয়ে তৈরি নানা ঘর সাজানোর জিনিস, বিভিন্ন ধরনের তালা, নানা ধরনের হারিকেন ল্যাম্প, প্রাচীন দিনে ব্যবহৃত গ্যাসলাইট থেকে বিভিন্ন লাইট, বিবর্তিত নানা ক্যামেরা, নানা ধরনের বাদ্যযন্ত্র এখানে রয়েছে। সেই সঙ্গেই আছে বিভিন্ন দেশের প্রায় শতাধিক কয়েন, নোট। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এক এক করে এইসব জিনিস সংরক্ষণ করেছেন কানাইলালবাবু। বাড়ির একটি ঘরে সেগুলি সাজিয়ে রেখেছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, শখের মধ্য দিয়ে অবসর যাপন করছেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক। শারীরিক অসুস্থতা থাকলেও নিজের এই ছোট্ট মিউজিয়ামে তিনি যেন মানসিক প্রশান্তি পান। ছোট ছোট ছেলেমেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় প্রাক্তন শিক্ষকের বাড়ির এই মিউজিয়াম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 16, 2025 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ফ্রি-তে ঘুরে দেখুন মিউজিয়াম! অবসরপ্রাপ্ত শিক্ষকের তাক লাগানো কালেকশন, দুষ্প্রাপ্য জিনিসে ভর্তি বাড়ির সংগ্রহশালা









