Theme Cake: বড়দিনের বাজারে বড় চমক! গাড়ি-বাড়ি থেকে কার্টুন কেক, রঘুনাথপুরের দোকানে হু হু করে বিক্রি
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Theme Cake: দোকানের কমকর্তারা জানান, শিশুদের প্রিয় কার্টুন থিম হোক কিংবা আধুনিক গাড়ি, বাড়ি বা অন্য কোনও বিশেষ ডিজাইন, সব ধরনের থিম কেকই এখানে তৈরি করা সম্ভব। দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।
পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে বড়দিনের আগেই থিম কেক ঘিরে বাড়ছে উন্মাদনা। শিশুদের প্রিয় কার্টুন চরিত্র থেকে শুরু করে আধুনিক ও বিলাসবহুল গাড়ির আদলে তৈরি নানা ধরনের থিম কেক এখন শহরবাসীর কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা যে কোনও বিশেষ অনুষ্ঠান, সব ক্ষেত্রেই সাধারণ কেকের বদলে থিম কেকের প্রতি মানুষের ঝোঁক ক্রমশ বাড়ছে। (ছবি ও তথ্যঃ শান্তনু দাস)
advertisement
রঘুনাথপুর শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ড্রিম কেকস তাঁদের সৃজনশীলতা, নিখুঁত কারুকার্য এবং মানসম্মত স্বাদের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করেছে। আকর্ষণীয় নকশা ও গ্রাহকদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজড থিম কেক তৈরির জন্য এই কেক শপ ইতিমধ্যেই শহরের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে।
advertisement
advertisement
advertisement
advertisement








