তুলির আঁচড়ে বেঁচে আছে উত্তরবঙ্গের বিশ্বাস ও সংস্কৃতি
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে, বিশেষ করে রাজবংশী সমাজে মনসা বা বিষহরি পুজোয় এই শোলার শিল্পকর্মের চাহিদা থাকে। পাশাপাশি সারা বছরই বিভিন্ন আচার-অনুষ্ঠানে শোলার ব্যবহার হয়। তবে বছরের এই সময়ে চাহিদা অনেকটাই বৃদ্ধি পায়
জলপাইগুড়ি, সুরজিৎ দে: হাতের আঙুলের ছোঁয়াই অনেক ইঙ্গিত দিয়ে দিচ্ছে। যেন বলে দিচ্ছে কত বছর ধরে এই কাজে জড়িয়ে আছেন তাঁরা! উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শোলার শিল্প আজও লড়াই করে টিকিয়ে রেখেছেন মালিপাড়ার শিল্পীরা। জলপাইগুড়ি সদর ব্লকের পাটকাটা গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ার বাসিন্দারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শোলার শিল্পের সঙ্গে যুক্ত।
একসময় উত্তরবঙ্গের গ্রামীণ জীবনের গর্ব ছিল এই শোলা শিল্প। কিন্তু এখন তা প্রায় হারিয়ে যেতে বসেছে। বর্তমানে ষাইটোল, বিষহরি শিল্পকলা বা মনসা, মা কালী, মানান ফটো ইত্যাদি শোলার জিনিসপত্র বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন এই শিল্পীরা। দামও খুব বেশি নয়, কোথিও ৫০-৬০ টাকা, কোথাও ১০০ টাকা পান।
আরও পড়ুন: গান্ধিজি’র লবণ সত্যাগ্রহে বাংলার প্রথম শহিদ কারা জানেন? এই দুই তরুণের কথা আপনারও অজানা
উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে, বিশেষ করে রাজবংশী সমাজে মনসা বা বিষহরি পুজোয় এই শোলার শিল্পকর্মের চাহিদা থাকে। পাশাপাশি সারা বছরই বিভিন্ন আচার-অনুষ্ঠানে শোলার ব্যবহার হয়। তবে বছরের এই সময়ে চাহিদা অনেকটাই বৃদ্ধি পায়। তবে এই শোলা শিল্পে অস্তিত্ব আজ সঙ্কটের মুখে। নতুন প্রজন্ম সেভাবে আসছে না এই পেশায়।
advertisement
advertisement
শোলা শিল্পের এই সঙ্কট প্রসঙ্গে পুরনো শিল্পীরা জানিয়েছেন, এখন আর এই শিল্পে স্থায়ী জীবিকা সম্ভব নয়। সেই কারণেই নতুন প্রজন্ম আগ্রহ হারিয়েছে। তবে এখনও যে সকল পুরনো শিল্পী এই শিল্পের সঙ্গে যুক্ত তাঁদের তুলির ছোঁয়ায় ফুটে ওঠে উত্তরবঙ্গের সংস্কৃতি ও বিশ্বাস।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালিপাড়া সহ উত্তরবঙ্গের অন্যান্য গ্রামেও এই শোলা শিল্পীরা হাট-বাজারে নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করছেন। তাঁদের নিখুঁত হাতের কাজ এখনও মানুষের নজর কাড়ে। হয়তো সেই আগের বাজার নেই, কিন্তু উত্তরবঙ্গের ঐতিহ্যের মশাল তাঁরা এখনও বহন করে চলেছেন নীরবে, ধৈর্য আর ভালোবাসা দিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 12:49 PM IST