East Bardhaman News: ৪ মাস বেতনহীন ডিউটি! কাটোয়া মহকুমা হাসপাতালে নিরাপত্তা কর্মীদের কর্মবিরতি

Last Updated:

East Bardhaman News: কাটোয়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঝুলছে প্রতিবাদের ব্যানার। আর সেই ব্যানারেই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বেসরকারি নিরাপত্তা কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার কথা।

+
কাটোয়া

কাটোয়া হাসপাতাল 

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঝুলছে প্রতিবাদের ব্যানার। আর সেই ব্যানারেই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বেসরকারি নিরাপত্তা কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার কথা। কয়েক মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদেই এই ব্যানার ঝোলানো হয়েছে বলে জানিয়েছেন কর্মীরা। অভিযোগ, কাটোয়া মহকুমা হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীরা টানা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। দিন-রাত ডিউটি করেও প্রাপ্য বেতন না মেলায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা।
নিরাপত্তা কর্মীদের স্পষ্ট দাবি, অবিলম্বে তাঁদের বকেয়া বেতন মেটাতে হবে। অন্যথায় তাঁরা কোনও কাজ করবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়ে এক নিরাপত্তা কর্মী সুজয় দাস বলেন, “আমার একটা ছোট বাচ্চা রয়েছে তার জন্য মাসে চারটে করে দুধ লাগে। সেই দুধ কীভাবে কিনব বেতন না পেলে? এই সমস্যার সমাধান না হওয়া অবধি আমরা কাজ করব না।”
advertisement
advertisement
এই দাবির সমর্থনে মঙ্গলবার কর্মবিরতিতে শামিল হয়েছেন সকল নিরাপত্তা কর্মী। যদিও তাঁরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে গেটের পাশেই উপস্থিত রয়েছেন, তবে কোনও দায়িত্ব পালন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। আর এক নিরাপত্তা কর্মী গোবিন্দ ঘোষ বলেন, “সংসার চালাতে সমস্যা হচ্ছে। টাকার জন্য অন্য কাজও করতে হচ্ছে। এই সমস্যার সমাধান হলে ভাল হয়। ধার দেনা করে এখন চালাতে হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখযোগ্যভাবে, কাটোয়া মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলার একাংশের বিপুল সংখ্যক মানুষ। প্রতিদিনই বিপুল রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীর আত্মীয়দের ভিড় সামলানো থেকে শুরু করে জরুরি বিভাগের সামনে কোনও বড় ধরনের অশান্তি পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বও তাঁদেরই সামলাতে হয়। অথচ সেই কর্মীরাই আজ চার মাস ধরে বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ।বেতন না মেলায় নিরাপত্তা কর্মীদের সংসার চালানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
advertisement
কর্মীদের দাবি, এই সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে। কারণ অতীতেও তাঁদের বেতন প্রায় আড়াই মাস ধরে আটকে থাকার অভিযোগ উঠেছিল। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল জানিয়েছেন, “আশা করছি এই মাসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে, সেইমতো উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কর্মীদের আশ্বস্ত করায় ওরা কর্মবিরতি তুলে নিয়েছে।” এখন দেখার, দ্রুত পদক্ষেপ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থা এই সংকটের সমাধান করে কি না, কারণ রোগী পরিষেবা ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা যে সরাসরি এই সমস্যার সঙ্গে জড়িত, তা বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ৪ মাস বেতনহীন ডিউটি! কাটোয়া মহকুমা হাসপাতালে নিরাপত্তা কর্মীদের কর্মবিরতি
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement