SIR in West Bengal: SIR-এর খসড়া তালিকা থেকে হাজার হাজার নাম বাদ আলিপুরদুয়ারে! সংখ্যা জানালেন জেলাশাসক
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
SIR in West Bengal: এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ হল আলিপুরদুয়ারে। নাম বাদ গেল হাজার হাজার জনের। এদিন আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা।
আলিপুরদুয়ার, অনন্যা দে: এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ হল আলিপুরদুয়ারে। নাম বাদ গেল ৯৫ হাজার ২৮৬ জনের। এদিন আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা। এদিন ডুয়ার্সকন্যাতে সর্বদলীয় বৈঠক হয়। বৈঠক শেষে প্রতিটি রাজনৈতিক দলের হাতে খসড়া ভোটার তালিকা তুলে দেওয়া হয়।
আলিপুরদুয়ার জেলা শাসক আর বিমলা জানান, “আলিপুরদুয়ারে ফর্ম ছিল ১০ লক্ষ ৯৯ হাজার ৪৮৬। এই ফর্ম দেওয়া হয়েছিল প্রতিটি বিএলও-দের। এর মধ্যে ৯৫ হাজার ২৮৬ ফর্ম সংগ্রহ হয়নি।” যদিও তিনি জানিয়েছেন, বিভিন্ন কারণে ফর্ম সংগ্রহ হয়নি। এর মধ্যে কারও মৃত্যু হয়েছে। আবার কেউ অন্যত্র চলে গিয়েছে। খসড়া ভোটার তালিকায় ১০ লক্ষ ৪ হাজার ২০০ জনের নাম খসড়া তালিকায় বের হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছিল এসআইআর-এর এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ। আজ খসড়া তালিকা প্রকাশিত হল। অনলাইন এবং অফলাইন দেখা যাবে তালিকা। এরপর শুরু হবে নতুন ভোটারদের আবেদন গ্রহণের প্রক্রিয়া। অর্থাৎ, ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারবেন নতুন ভোটাররা। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট বলে জানিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
December 16, 2025 4:24 PM IST









