দু’দিনের রবার বল খেলার আয়োজন জয়নগরে। খেলার প্রতি আকর্ষণ বাড়াতে প্রবল শীতেই জয়নগরের বিভিন্ন এলাকায় মিনি ফুটবল খেলার প্রতিযোগিতা চলছে। দু’দিনের মিনি ফুটবল খেলা প্রতিযোগিতা সম্পন্ন হল। একতা কাপের আয়োজন করা হয়েছিল জয়নগর থানার উওর দূর্গাপুর অঞ্চলের পক্ষ থেকে।
advertisement
জয়নগর থানার মিত্রগঞ্জে এই খেলার সূচনায় উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক ও জয়নগর থানার আই সি জয়নগর ১ নং বিডিও-সহ আরও অনেকে। খেলা শরীরচর্চার বড় মাধ্যম। আর খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের প্রতিযোগিতার দরকার আছে। এদিন বিধায়ক ও জয়নগর থানার আইসি ফুটবলে শট মেরে প্রতিযোগিতার সূচনা করেন। মোট ১৬ দলের এই খেলায় দক্ষিন ২৪ পরগণা, হাওড়া, উওর ২৪ পরগনা, মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন।
দক্ষিন ২৪ পরগনার জেলার মধ্যে সবচেয়ে বড় এই প্রতিযোগিতা, দাবি উদ্যোক্তাদের। আর এই খেলা দেখতে শুধুু এই জেলা নয় অন্যান্য জেলা থেকেও ফুটবলপ্রেমীরা আসেন। ফাইনাল ম্যাচ উপভোগ করতে আসেন বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুই দলের হাতে পুরস্কার-সহ বিশেষ ট্রফি তুলে দেওয়া হয়। ছিল ডবল চারচাকা ধামাকা। যার প্রথম পুরস্কার একটি চারচাকা ও দ্বিতীয় পুরস্কারও একটি চারচাকা। এছাড়াও বিভিন্ন খেলোয়াড়কে একাধিক পুরস্কার দেওয়া হয়। এই খেলাকে ঘিরে এলাকা যেন জমজমাট মেলার আকার ধারণ করে।
এই খেলার ফাইনালে অজয় লাল্টু বিগ্রেড ও দেবজিত ওয়াটার প্রুফ মুখোমুখি হয়। বিজয়ী হন অজয় লাল্টু বিগ্রেড।





