স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকার তেলিপুকুরে একটি লরি বেপরোয়া গতিতে এসে একটি বাইকের পিছনে সজরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাইকটি। গতিবেগ এতটাই বেশি ছিল যে পাশের চায়ের দোকান মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক আরোহী। গুরুতর আহত হন চায়ের দোকানদার-সহ আরও দুই ব্যক্তি।
advertisement
আহতদের দ্রুত স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটির গতিবেগ খুব বেশি ছিল এবং চালক তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই রাস্তা দিয়ে প্রায়ই ভারী যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করে। যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুকান্ত মন্ডল। তিনি স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। স্থানীয় তৃণমূল নেতার অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক সম্পূর্ণ অবরোধ করে দেন। এর ফলে দিঘাগামী পর্যটকদের গাড়ি দীর্ঘক্ষণ আটকে পড়ে, সৃষ্টি হয় ব্যাপক যানজট।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মারিশদা থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক হয় যান চলাচল। স্থানীয় বাসিন্দা ঝাড়েশ্বর মন্ডল বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিনই বেপরোয়া গতিতে লরি চলাচল করে। আমরা বহুবার প্রশাসনের কাছে রাস্তার নিরাপত্তা বাড়ানোর দাবি করেছি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আজ সেই অব্যবস্থারই ফল এই মর্মান্তিক দুর্ঘটনা।”






