Rash Utsav: নবদ্বীপ, শান্তিপুর তো অনেক হল! এবার রাস পূর্ণিমায় ঘুরে আসুন দাঁইহাট, জৌলুস আর ভক্তির মিশ্রণে জমে উঠবে আপনার রাস
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Rash Utsav 2025: হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হতে চলেছে বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব রাস উৎসব। পূর্ব বর্ধমানের দাঁইহাটে প্রতি বছর জাঁকজমক করে পালিত হয় রাস উৎসব। নদিয়ার নবদ্বীপ কিংবা শান্তিপুরের চেয়ে কোন অংশে কম নয় দাঁইহাটের রাস।
হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হতে চলেছে বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব রাস উৎসব। রাসের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নদিয়ার নবদ্বীপ কিংবা শান্তিপুরের মহা আয়োজনের ছবি। কিন্তু জানেন কি, পূর্ব বর্ধমানের দাঁইহাটেও প্রতি বছর পালিত হয় এক ঐতিহ্যবাহী রাস উৎসব, যার জাঁকজমক ও ভক্তিমিশ্রিত আবহ কোনও অংশেই কম নয় বিখ্যাত শহরগুলোর তুলনায়। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
জানা যায়, প্রায় পাঁচশ বছরেরও বেশি পুরনো এই রাস উৎসব আজ দাঁইহাটের গর্ব, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। এই উৎসবকে ঘিরে শহরের প্রতিটি মানুষ যেন একাত্ম হয়ে যান। রাসের আগমনের সঙ্গে সঙ্গেই গোটা শহর সাজতে শুরু করে নতুন রূপে। আলোর ঝলক, রঙিন নকশা, ব্যানার, প্যান্ডেল সব মিলিয়ে দাঁইহাটের রাস্তাঘাট যেন পরিণত হয় উৎসবের আলোকিত প্রাঙ্গণে।
advertisement
উৎসবের আগে থেকেই শহরের প্রতিটি পাড়া-মহল্লায় তৈরি হয় আনন্দের আবহ। ছোট বড় সবাই মেতে ওঠেন প্রস্তুতির কাজে। কেউ প্যান্ডেল সাজাচ্ছেন, কেউ আলোকসজ্জা তদারকি করছেন, কেউ আবার থিমের ডিজাইন নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে দিন-রাত এক করে চলছে প্রস্তুতির তোড়জোড়। রাসের দিনটিকে ঘিরে দাঁইহাটবাসীর আবেগ, উৎসাহ ও ভালবাসার রঙে রাঙিয়ে ওঠে গোটা শহর।
advertisement
সবচেয়ে বেশি ব্যস্ততা এখন মৃৎশিল্পীদের ঘরে। তাঁদের হাতে তৈরি হচ্ছে নানা দেবদেবীর প্রতিমা। শিব, পার্বতী, রাধা-কৃষ্ণ, হনুমান-সহ আরও অনেক দেবতার মূর্তি। কেউ খড়ের কাঠামোয় সুতলি জড়িয়ে দিচ্ছেন আকার, কেউ বা তুলির টানে প্রতিমায় আনছেন প্রাণ। একেকটি প্রতিমা যেন শিল্পীদের পরিশ্রম, নিষ্ঠা আর বিশ্বাসের প্রতিফলন।
advertisement
তবে এ বছর উৎসবের প্রস্তুতিতে কিছুটা চিন্তাও রয়েছে। আকাশে মেঘলা আবহাওয়া ফলে মৃৎশিল্পীরা এখন আরও দ্রুত গতিতে কাজ শেষ করার চেষ্টা করছেন। সময় কম, কাজ বেশি তবুও তাঁদের মুখে ক্লান্তির ছাপ নেই। কারণ তাঁদের কাছে রাস উৎসব মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি তাঁদের জীবনের ঐতিহ্য, প্রাণের উৎসব। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
