Cyclone Montha Effects: পাততাড়ি গুটিয়ে চলে গেলেও ঘূর্ণিঝড় মন্থার ফলাফল দগদগ করছে উত্তরবঙ্গের 'এই' জেলায়! ভুগতে হচ্ছে 'ওঁদের'

Last Updated:

ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন উত্তরবঙ্গের 'এই' জেলার কৃষকরা। রীতিমতো ভুগতে হচ্ছে তাদের। বাড়ছে দুশ্চিন্তা।

+
ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় মন্থার দাপটে চিন্তায় চাষিরা

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকরা। শীতকালীন সবজি চাষ থেকে শুরু করে ধান চাষ প্রতিটা ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন এমনটাই দাবি কৃষকদের। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে পাকা ধানের জমির সবথেকে বেশি ক্ষতি হয়েছে। জেলার প্রায় সর্বত্র একই ছবি। বিশেষত বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ ও তপন ব্লকের ধান চাষিদের ক্ষতি হয়েছে সব থেকে বেশি। ধান গাছ মাটিতে নেতিয়ে পড়েছে এবং জমির জমা জলে ধান পচে যাবে বলে জানাচ্ছেন জেলার কৃষকেরা।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, “আগামী দু’দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। যদিও তা মুষলধারে নয়। যাতে জমিতে জমে থাকা জল দ্রুত বের করে দেওয়া হয়, পাশাপাশি সবজির চারা যেন সাদা প্লাস্টিকের কভার দিয়ে ঢেকে রাখা হয়। বিশেষ করে আলু, লঙ্কা, বেগুন, টমেটো ও কপি চাষিদের এখনই সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
advertisement
advertisement
কৃষকদের দাবি অনুযায়ী, এই সময় মাঠে আমন ধান প্রায় পাকার মতো অবস্থায় পৌঁছেছে। এদিকে, ঝড়ো হাওয়া ও লাগাতার বৃষ্টিতে তা নেতিয়ে পড়েছে। ফলে মাঠে জল জমে শিষ পচে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। জেলাজুড়ে প্রায় পৌনে দু’লক্ষ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। যার মধ্যে অন্তত ৩০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত। অন্যদিকে, হওয়ার দাপটে বিচ্ছিন্ন এলাকার শীতকালীন সবজি চাষের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে অসময়ের এই ঝড়-বৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি ক্ষেত্রে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে জেলা কৃষি দফতরের দাবি, বৃষ্টির জেরে সবজি চাষেও ক্ষতির প্রভাব পড়েছে প্রায় ১০ শতাংশ পর্যন্ত। গরমের সবজি প্রায় শেষ, শীতের সবজি শুরু হয়েছে। আপাতত ক্ষতি সীমিত হলেও ভারী বৃষ্টি চললে ক্ষতি বাড়বে। বর্তমানে সর্বাধিক দুই থেকে তিন শতাংশ ধানখেত ক্ষতিগ্রস্ত। তবে টানা ভারী বৃষ্টি চললে ক্ষতির পরিমাণ বাড়বে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cyclone Montha Effects: পাততাড়ি গুটিয়ে চলে গেলেও ঘূর্ণিঝড় মন্থার ফলাফল দগদগ করছে উত্তরবঙ্গের 'এই' জেলায়! ভুগতে হচ্ছে 'ওঁদের'
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement