West Bengal News Today: ফের তৃণমূলে শোভন চট্টোপাধ্যায় ! সাত বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন শোভনের

Last Updated:

West Bengal, Kolkata Latest News Today : অক্টোবরে প্রশাসনে প্রত্যাবর্তন হয়েছিল। নভেম্বর পড়তে না পড়তেই তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

ফের তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়
ফের তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়

কলকাতা: জল্পনার অবসান। ‘ঘরে’ ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ৷ সোমবার দুপুরে তৃণমূল ভবনে পৌঁছে তাঁর পুরনো দলে আনুষ্ঠানিক ভাবে প্রত্যাবর্তন হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। শাসকদলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের জোড়াফুলের উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে স্বাগত জানান শোভন-বৈশাখীকে। দিনভর সব খবরের আপডেট সবার আগে দেখুন নিউজ18 বাংলায় ৷

Nov 03, 20255:20 PM IST

West Bengal News Today Live: ইলেকট্রনিক সার্ভারের মাধ্যমে এবার ডিজিটাল স্ক্রিনিং

ইলেকট্রনিক সার্ভারের মাধ্যমে এবার ডিজিটাল স্ক্রিনিং। ফিল্ম ফেস্টিভালের আগে বড় সিদ্ধান্ত নবান্নের। আজ, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। ডিজিটাল স্ক্রিনিং এর জন্য রাজ্য দ্য ওয়েস্ট বেঙ্গল সিনেমা’স রেগুলেশন অফ পাবলিক এক্সিবিশন রুলস ১৯৫৬ আইনে সংশোধন করল রাজ্য। আজ, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুমোদন করা হল।

Nov 03, 20255:18 PM IST

West Bengal News Today Live: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক নিয়োগেও নজর রাজ্যের

রাজ্যজুড়ে স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের পাশাপাশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক নিয়োগেও নজর রাজ্যের। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চ মাধ্যমিক বিভাগের সাতটি শিক্ষক পদ তৈরি ও পূরণের সিদ্ধান্ত। আজ, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হল। সম্প্রতি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রথম ১০-এ ৩০ জনেরও বেশি কৃতি পড়ুয়া জায়গা করেছে।

Nov 03, 20253:33 PM IST

West Bengal News Today Live: ‘আমার ধমনী, শিরা সবটাই তৃণমূলের’: শোভন

আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে শামিল হওয়ার আর্জি জানিয়েছিলেন শোভন এবং বৈশাখী। তার পর দলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনক্রমে তাঁদের তৃণমূলে ফেরানো হচ্ছে। শোভন বলেন, ‘‘আমার ধমনী, শিরা সবটাই তৃণমূলের। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। আমার কাজ হবে দলকে আরও শক্তিশালী করা।’’

advertisement
Nov 03, 20253:21 PM IST

West Bengal News Today Live: তৃণমূলে প্রত্যাবর্তন শোভন চট্টোপাধ্যায়ের !

অক্টোবরেই তৃণমূল কংগ্রেসের ফিরেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিন্তু এবার হল তাঁর আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েই সোমবার গিয়েছিলেন তৃণমূল কার্যালয়ে। এদিন দুপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শোভন চট্টোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরলেন।

Nov 03, 20253:04 PM IST

West Bengal News Today Live: কাঁথিতে দুর্ঘটনা ! মৃত ১, আহত ৩

কাঁথিতে দুর্ঘটনা ! দুর্ঘটনার জেরে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। লরি-বাইক মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মেরে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় ১ জনের ৷ গুরুতর আহত ৩ জন। ঘটনায় পর দীর্ঘক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয়। আটক করা হয়েছে লরির ড্রাইভারকে। পূর্ব মেদিনীপুরের ‘মারিশদা’ থানা এলাকার ১১৬বি দিঘা- নন্দকুমার জাতীয় সড়কের তেলিপুকুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে সজোরে ধাক্কা মেরে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর, আহত হন আরও তিন জন। মৃত্যু হয়েছে বাইক আরোহী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুকান্ত মণ্ডল। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন দিঘা যাওয়ার পথে বহু পর্যটক। খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

Nov 03, 20252:06 PM IST

West Bengal News Today Live: SIR আবহে একাধিক জেলার মন্ত্রীদের জেলাতেই থাকারই নির্দেশ

SIR আবহে একাধিক জেলার মন্ত্রীদের জেলাতেই থাকারই নির্দেশ। জেলায় থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর। আজ, সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিসভার বৈঠকে আসার বদলে এসআইআর কাজ নিয়ে জেলায় জেলায় নজর রাখুন। এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের গণনা ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।একাধিক জেলার মন্ত্রীদের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আজ, সোমবার বিকেল ৪.৩০ মিনিট থেকে নবান্নে মন্ত্রিসভার বৈঠক।

advertisement
Nov 03, 20253:27 PM IST

West Bengal News Today Live: আজই তৃণমূলে কামব্যাকের সম্ভাবনা শোভন চট্টোপাধ্যায়ের

অক্টোবরে প্রশাসনে প্রত্যাবর্তন হয়েছিল। নভেম্বর পড়তে না পড়তেই তৃণমূলের কাননে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শোভন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরতে চলেছেন। সঙ্গে থাকবেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। আজ, সোমবারই ঘর ওয়াপসি শোভন চট্টোপাধ্যায়ের ? আজই তৃণমূলে কামব্যাকের সম্ভাবনা শোভন চট্টোপাধ্যায়ের । বিকেল ৩টে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক। সেখানেই তৃণমূল কংগ্রেসে ফিরতে পারবেন শোভন-বৈশাখী। গতকালই শোভন-বৈশাখীকে দলে যোগ দেওয়ার বার্তা পাঠানো হয়, খবর তৃণমূল সূত্রে। ইতিমধ্যেই এনকেডিএ চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এবার তৃণমূলে কাননের কামব্যাক ?

Nov 03, 20251:56 PM IST

West Bengal News Today Live: বাংলায় SIR, আগামিকাল থেকে বাড়ি বাড়ি BLO-রা

বাংলায় SIR
কাল, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি BLO-রা
SIR সার্ভের আগে ফর্ম বিলি কমিশনের
BLO-দের হাতে এনুমারেশন ফর্ম
স্কুলের কাজ করে কীভাবে কমিশনের কাজ
এখনও বিভ্রান্তিতে BLO-দের একাংশ

Nov 03, 20251:55 PM IST

West Bengal News Today Live: আজ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ

আজ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ। সাড়ে তিন হাজারের বেশি দাগি গ্রুপ সি-গ্রুপ ডি নাম প্রকাশ করবে এসএসসি। আজ থেকেই শিক্ষাকর্মী নিয়োগের অনলাইনে আবেদন শুরু।

advertisement
Nov 03, 20251:42 PM IST

West Bengal News Today Live: BLO-দের দাবি নিয়ে বৈঠকে কমিশন

BLO-দের দাবি নিয়ে বৈঠকে কমিশন
SIR-এর কাজ করলে অন ডিউটি দাবি BLO-দের
বিকেলে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে CEO
বিকেলে BLO-দের দাবি নিয়ে অবস্থান জানাবে কমিশন

Nov 03, 20251:27 PM IST

West Bengal News Today Live: SIR নিয়ে জরুরি বৈঠক নির্বাচন কমিশনের

বিকেল ৫টা থেকে সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে জরুরি বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আগামিকাল, মঙ্গলবার থেকেই বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করবেন বুথ লেভেল অফিসাররা এনামুরেশন ফর্ম বা গণনা ফর্ম নিয়ে। তার আগেই এই জরুরি বৈঠক সিইও দফতরে। বুথ লেভেল অফিসাররা অন ডিউটি পাবেন কি পাবেন না ? স্পষ্ট করা হতে পারে বিকেল পাঁচটার বৈঠকে। সব জেলায় কি পর্যাপ্ত গণনা ফর্ম ছাপা হয়েছে? তা নিয়ে প্রত্যেকটি জেলার জেলাশাসক তথা ডিসট্রিক্ট ইলেকশন অফিসার থেকে রিপোর্ট নেবেন সিইও দফতর। আগামিকাল, মঙ্গলবার থেকে কীভাবে জেলায় জেলায় কাজ হবে এসআইআর নিয়ে? গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হবে বিকেল পাঁচটার বৈঠকে জেলা শাসকদের বলেই কমিশন সূত্রে খবর।

Nov 03, 202512:08 PM IST

ICC Women's World Cup 2025: ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। সেমিফাইনালে অস্ট্রেলিয়া বধের পর এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়। এই বিশ্বজয়ের রাতে ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মোদি। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। এই বিশ্বজয়ের রাতে ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মোদি।

advertisement
Nov 03, 202511:50 AM IST

West Bengal News Today Live: স্কুলের হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু!

স্কুলের হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু!
বেসরকারি স্কুলের হস্টেলে ঝুলন্ত দেহ উদ্ধার।
পুরুলিয়ার কেন্দা থানা এলাকার ঘটনা।
স্কুলের নজরদারিতে গাফিলতির অভিযোগ।
প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের।

Nov 03, 202511:43 AM IST

ICC Women's World Cup 2025: ট্রফি জড়িয়ে ঘুম জেমাইমা-স্মৃতি মান্ধানার

স্বপ্নের রাত, স্বপ্নপূরণের ভোর! ট্রফি জড়িয়ে ঘুম দুই ভারতীয় ক্রিকেটারের, সকাল হতেই জেমাইমা: এখনও স্বপ্ন দেখছি

Photo: X
Photo: X

Nov 03, 202511:35 AM IST

West Bengal News Today Live: সাত সকালে হরিদেবপুরে শুটআউট !

সাত সকালে হরিদেবপুরে শুটআউট!
হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি।
বাইকে করে এসে গুলি ২ যুবকের।
পিঠে গুলি লাগে মৌসুমী হালদারের।
আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এমআর বাঙুরে।
গুলি চালিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।

advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News Today: ফের তৃণমূলে শোভন চট্টোপাধ্যায় ! সাত বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন শোভনের
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement