কলকাতা: অবশেষে তৃতীয় বারের চেষ্টায় শাপমুক্তি ভারতের। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারাল ভারত। এদিকে ঘূর্ণিঝড় ‘মন্থা’র অবশিষ্টাংশের প্রভাব আর তেমন ভাবে পড়ছে না এই রাজ্যের আবহাওয়ায়। আজ, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাই থাকবে খটখটে। উত্তরের দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর সব খবরের আপডেট সবার আগে দেখুন নিউজ18 বাংলায় ৷
দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। সেমিফাইনালে অস্ট্রেলিয়া বধের পর এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়। এই বিশ্বজয়ের রাতে ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মোদি। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। এই বিশ্বজয়ের রাতে ভারতের মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মোদি।
A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This…
— Narendra Modi (@narendramodi) November 2, 2025
স্কুলের হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু!
বেসরকারি স্কুলের হস্টেলে ঝুলন্ত দেহ উদ্ধার।
পুরুলিয়ার কেন্দা থানা এলাকার ঘটনা।
স্কুলের নজরদারিতে গাফিলতির অভিযোগ।
প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের।
স্বপ্নের রাত, স্বপ্নপূরণের ভোর! ট্রফি জড়িয়ে ঘুম দুই ভারতীয় ক্রিকেটারের, সকাল হতেই জেমাইমা: এখনও স্বপ্ন দেখছি

সাত সকালে হরিদেবপুরে শুটআউট!
হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি।
বাইকে করে এসে গুলি ২ যুবকের।
পিঠে গুলি লাগে মৌসুমী হালদারের।
আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এমআর বাঙুরে।
গুলি চালিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারও নাম নেই? নাম না থাকলে নথি লাগবে। নাম থাকলে কোনও নথির দরকার নেই। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য ১৩টি নথির উল্লেখ করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ২০০২ সালের তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই ১৩টি নথির যে কোনও একটি দিতে হবে। শুনানি করে সেই নথি খতিয়ে দেখা হবে। তার পরেই নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত হবে।
কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের নথি
জন্মের শংসাপত্র
পাসপোর্ট
শিক্ষাগত শংসাপত্র
স্থায়ী বাসিন্দা শংসাপত্র
বিশ্বকাপের স্বপ্ন শুরু, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সেই ঝুলনের হাতেই ট্রফি তুলে দিলেন হরমনপ্রীতরা ৷ ভারতের মহিলাদের ক্রিকেট ইতিহাসে বাংলার ঝুলনের অবদান কম নয়। এখনও এক দিনের ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেটের মালকিন ‘চাকদহ এক্সপ্রেস’। কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি তিনি। সেই আক্ষেপ এ দিন কিছুটা হলেও পূরণ হল। ভারত বিশ্বকাপ জেতার পর ঝুলনের গলায় ঝরে পড়ছিল আবেগ।

এক বুথে শতাধিক ভূত! ঘোলার ২১৭ নম্বর বুথে শতাধিক ভূতুড়ে ভোটার! কেউ ৩ বছর আগে..কেউ ১০ বছর আগে মৃত! পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি দাবি পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। পালটা বিজেপিকে নিশানা তৃণমূলের।
আবার হিন্দুকুশ পর্বতে বড় কম্পন। রবিবার গভীর রাতে আফগানিস্তানে ভূমিকম্পের জোরালো কম্পন অনুভূত হয়। এখানে পাঁচ ঘণ্টার মধ্যে দু’বার জোরালো ভূমিকম্প হয়। মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা (USGS) অনুসারে, প্রথম ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৯। পরেরটি ছিল আরও জোরালো, তীব্রতা ছিল ৬.৩। এই ভূমিকম্পটি স্মৃতি উস্কে দিয়েছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া দু’মাস আগের ভূমিকম্পের।
পথকুকুরদের মামলায় সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং তেলঙ্গানা বাদে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে। সোমবার সশরীরে দেশের শীর্ষ আদালতে উপস্থিত হয়ে তাঁদের এই সংক্রান্ত অবস্থান জানাতে হবে।
উৎসবের কারণে অক্টোবর মাসে মন্ত্রিসভার কোনও বৈঠক হয়নি। উৎসবপর্ব কেটে যেতেই নভেম্বর মাসের প্রথম কর্মদিবসেই বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসছে মন্ত্রিসভার বৈঠক। আর কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামী দিন বেশকিছু জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে বলেই মনে করছে প্রশাসনের একাংশ। মন্ত্রিসভার বৈঠকে সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে। আগামী ১৮ ডিসেম্বর রাজ্যে শিল্প সম্মেলনের আসর বসবে, সেই বিষয়টি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আমেরিকায় নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৩ বছর ধরে আমেরিকায় এই ধরনের পরীক্ষা বন্ধ রয়েছে। হঠাৎ কেন সেই নীতি থেকে সরে আসতে চাইছেন ট্রাম্প? পরীক্ষার অর্থ কী? এতে কি পরীক্ষামূলক ভাবে বিস্ফোরণও ঘটানো হতে পারে? ট্রাম্পের নির্দেশের পর থেকেই এই সংক্রান্ত জল্পনা চলছিল। অবশেষে তার ব্যাখ্যা এল।
হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি ! মহিলার পিঠে গুলি লেগেছে। এম আর বঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২ যুবক বাইক চালিয়ে আসে। গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মৌসুমী হালদার (৩৮), সকাল ৬টা ২০ মিনিটের ঘটনা। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর কালীপদ মুখার্জি রোডে, সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ বাইক নিয়ে দুই যুবক মৌসুমীর পথ আটকায়, তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, তারপরই একজন বন্দুক বের করে গুলি চালায়, বন্দুক দেখে পালাতে গেলেই পিঠে গুলি লাগে। প্রাথমিক তদন্তে অনুমান পুরনো শত্রুতার জেরেই গুলি চালানো হয়েছে।
রাজস্থানে আবারও বাস দুর্ঘটনা ! এ বার পুণ্যার্থীদের ছোট ট্র্যাভেলার বাস সজোরে ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলার ট্রাকে। রবিবার রাতের এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং চার জন শিশুও রয়েছেন। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, বাসের সিটে আটকে গিয়েছিল মহিলা ও শিশুদের ছিন্নভিন্ন দেহ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে আরও দু-তিন ডিগ্রি কম থাকার সম্ভাবনা। তবে এখনই পারদ পতন নয়। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার থেকে ফের জলীয় বাষ্পের আনাগোনা উপকূলে। উত্তরবঙ্গে আগামিকাল, মঙ্গলবার থেকে একটানা শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আজ, সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। খুব সকালের দিকে কুয়াশার সম্ভাবনা পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া পশ্চিমী ঝঞ্ঝার আসার আগে পর্যন্ত। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বুধবার থেকে শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীরা পারেননি। কিন্তু রিচা ঘোষ পারলেন। শিলিগুড়ির মেয়ের হাত ধরে বাঙালি প্রথম বার ক্রিকেট বিশ্বকাপ হাতে ছুঁয়ে দেখল। রবিবার ম্যাচের পর রিচা জানালেন, জীবন বাজি রেখে নেমেছিলেন ফাইনালে। বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হল।
