Road Accident: চলন্ত অবস্থায় দ্রুতগতির লরির ব্রেক ফেল! জাতীয় সড়কে বড় দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-স্থানীয় ব্যবসায়ীরা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Road Accident: দুর্ঘটনার শব্দে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক সেকেন্ডের জন্য যদি লরিটি দোকানের দিকে ঘুরে আসত, তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটতে পারত।
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিকঃ দ্রুত গতিতে যাওয়ার সময় চলন্ত অবস্থায় ব্রেক ফেল করে নয়নজলিতে পড়ে গেল লরি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার সুতি থানার অন্তর্গত মহেসাইল হসপিটাল সংলগ্ন জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটেছে। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ানের দিক থেকে জঙ্গিপুরের দিকে দ্রুত গতিতে একটি লরি যাচ্ছিল। হঠাৎ চলন্ত অবস্থায় লরির ব্রেক ফেল করে যায়। মুহূর্তের মধ্যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে সোজা নয়নজলিতে গিয়ে পড়ে।
আরও পড়ুনঃ হলটা কী মুর্শিদাবাদে! শীতের মরশুম শুরু হতেই লোটা-কম্বল গুছিয়ে পালাচ্ছেন বাসিন্দারা, কারণ জানলে চোখে জল আসবে
দুর্ঘটনার শব্দে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক সেকেন্ডের জন্য যদি লরিটি দোকানের দিকে ঘুরে আসত, তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটতে পারত। সৌভাগ্যবশত চালক ও পাশে থাকা এক খালাসির কিছু হয়নি। দু’জনেই প্রাণে বেঁচে গিয়েছেন।
advertisement
advertisement
অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। পরবর্তীতে ক্রেনের সাহায্যে লরিটিকে নয়নজলি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান, লরির ব্রেক সিস্টেমে যান্ত্রিক ত্রুটি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 03, 2025 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: চলন্ত অবস্থায় দ্রুতগতির লরির ব্রেক ফেল! জাতীয় সড়কে বড় দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-স্থানীয় ব্যবসায়ীরা

