পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ানের দিক থেকে জঙ্গিপুরের দিকে দ্রুত গতিতে একটি লরি যাচ্ছিল। হঠাৎ চলন্ত অবস্থায় লরির ব্রেক ফেল করে যায়। মুহূর্তের মধ্যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে সোজা নয়নজলিতে গিয়ে পড়ে।
advertisement
দুর্ঘটনার শব্দে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক সেকেন্ডের জন্য যদি লরিটি দোকানের দিকে ঘুরে আসত, তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটতে পারত। সৌভাগ্যবশত চালক ও পাশে থাকা এক খালাসির কিছু হয়নি। দু’জনেই প্রাণে বেঁচে গিয়েছেন।
অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। পরবর্তীতে ক্রেনের সাহায্যে লরিটিকে নয়নজলি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান, লরির ব্রেক সিস্টেমে যান্ত্রিক ত্রুটি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
