Dengue: ডেঙ্গি মশার চাষ সোনারপুরে! পরিদর্শনে গিয়ে চোখ কপালে কাউন্সিলরের, রোগ প্রতিরোধে কী কী করণীয়? জানাচ্ছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Dengue Outbreak: রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রেনিয়ায় ডেঙ্গির আতঙ্ক তৈরি হয়েছে। কাউন্সিলারকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন জেলা স্বাস্থ্যবিভাগ। ডেঙ্গি প্রতিরোধে পুরসভাকে কী কী পরামর্শ দিলেন দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক?
advertisement
advertisement
advertisement
এসব দেখে পুরসভাকে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। যেমন নিয়মিত নর্দমা ও জঞ্জাল পরিষ্কার করতে হবে, কোনওভাবে যাতে মশার বংশবৃদ্ধি না করতে পারে, তার জন্য প্রায়ই ওষুধ স্প্রে করতে হবে, যেখানে জমা জল সরানো যাবে না, সেখানে কেরোসিন অথবা পোড়া মোবিল স্প্রে করা যেতে পারে, কারও জ্বর হলেই ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরীক্ষা করানোও আবশ্যিক প্রভৃতি।
advertisement
advertisement
