আচমকা ঢুকে পড়ল ঘরের ভিতর, ফণা তুলে বসে আছে বিষধর গোখরো! কীভাবে উদ্ধার হল শুনলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা দীনবন্ধু বিশ্বাস শুধু একজন শিক্ষক নন, তিনি রাজ্যের অন্যতম বিশিষ্ট বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও সর্পবিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। গত দু'ই দশকেরও বেশি সময় ধরে তিনি হাজার হাজার সাপ, গোসাপ, কচ্ছপ ও পাখি-সহ বহু আহত বন্যপ্রাণী উদ্ধার করে সুস্থ করে পুনর্বাসন দিয়েছেন।
advertisement
1/4

সিউড়ির হাটজন বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় সোমবার সকালে চাঞ্চল্য। আচমকা বাড়ির ভিতর ঢুকে যায় গোখরো। স্থানীয় বাসিন্দা কিষান ভান্ডারী বাড়ির দরজা খুলতেই চেয়ারের উপর ফণা তোলা অবস্থায় দেখতে পান গোখরো সাপটিকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
2/4
সিউড়ির হাটজন বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় সোমবার সকালে চাঞ্চল্য। আচমকা বাড়ির ভিতর ঢুকে যায় গোখরো। স্থানীয় বাসিন্দা কিষান ভান্ডারী বাড়ির দরজা খুলতেই চেয়ারের উপর ফণা তোলা অবস্থায় দেখতে পান গোখরো সাপটিকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
3/4
প্রসঙ্গত, বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা দীনবন্ধু বিশ্বাস শুধু একজন শিক্ষক নন, তিনি রাজ্যের অন্যতম বিশিষ্ট বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও সর্পবিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। গত দু'ই দশকেরও বেশি সময় ধরে তিনি হাজার হাজার সাপ, গোসাপ, কচ্ছপ ও পাখি-সহ বহু আহত বন্যপ্রাণী উদ্ধার করে সুস্থ করে পুনর্বাসন দিয়েছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/4
বন্যপ্রাণ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৯ সালে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করে। দীনবন্ধু বিশ্বাসের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
আচমকা ঢুকে পড়ল ঘরের ভিতর, ফণা তুলে বসে আছে বিষধর গোখরো! কীভাবে উদ্ধার হল শুনলে চমকে যাবেন