আচমকা ঢুকে পড়ল ঘরের ভিতর, ফণা তুলে বসে আছে বিষধর গোখরো! কীভাবে উদ্ধার হল শুনলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা দীনবন্ধু বিশ্বাস শুধু একজন শিক্ষক নন, তিনি রাজ্যের অন্যতম বিশিষ্ট বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও সর্পবিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। গত দু'ই দশকেরও বেশি সময় ধরে তিনি হাজার হাজার সাপ, গোসাপ, কচ্ছপ ও পাখি-সহ বহু আহত বন্যপ্রাণী উদ্ধার করে সুস্থ করে পুনর্বাসন দিয়েছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা দীনবন্ধু বিশ্বাস শুধু একজন শিক্ষক নন, তিনি রাজ্যের অন্যতম বিশিষ্ট বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও সর্পবিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। গত দু'ই দশকেরও বেশি সময় ধরে তিনি হাজার হাজার সাপ, গোসাপ, কচ্ছপ ও পাখি-সহ বহু আহত বন্যপ্রাণী উদ্ধার করে সুস্থ করে পুনর্বাসন দিয়েছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
