ঠিক এমনই বার্তা পৌঁছে দিতে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে সচেতনতামূলক প্রচার করা হয়। যে সমস্ত ব্যক্তিরা গৃহপালিত পশু যেমন গরু-মোষ, ভেড়া, ছাগল পালন করে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের নিজেদের হেফাজতেই রাখতে হবে সেই সমস্ত গৃহপালিত পশু। সেই সমস্ত গৃহপালিত পশু যেন অন্য কারো জমিতে নেমে তাদের ফসল নষ্ট না করে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।
advertisement
আরও পড়ুন: মাত্র ১০ বছর বয়সে এত বড় আবিষ্কার! রক্ষা পাবেন মহিলারা, উপকারিতা জানলে আপনিও স্যালুট জানাবেন
আর যদি কোন গৃহপালিত পশুর দ্বারা অন্য কারো জমির ফসল নষ্ট হয় তাহলে সেই গৃহপালিত পশুর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনই এক সচেতনতামূলক প্রচার চালানো হয় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।এবার ফসল জমির ওপর দিয়ে কোন গৃহপালিত পশু নিয়ে গেলেই হতে পারে বিপদ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই এবার সাবধান। অন্যদিকে কৃষকরা জানাচ্ছেন, বাড়িতে সব সময় গরু, ছাগল ভরে রাখা সম্ভব হয় না। সেই কারণে মাঠে-ঘাটে নিয়ে যেতে হয়। পুলিশ প্রশাসনের সতর্ক বার্তা দেওয়ার পরও এবিষয়ে সতর্ক না থাকলে হবে বড় সমস্যা।
সৌভিক রায়





